নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - দেশজুড়ে প্রতিনিয়ত ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমনের গ্রাফ। তা সত্ত্বেও সচেতন নয় জনসাধারণ। বেশ কয়েকদিন ধরেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রকম সচেতনমূলক কর্মসূচি করা হলেও, বেশিরভাগ মানুষের মাস্ক পড়তে অনীহা। কিছু মানুষের কাছে মাস্ক থাকলেও সেটা থাকছে পকেটে কিংবা গলায় ঝুলানো। বুধবার ক্যানিং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয় জনসাধারণকে মাস্ক পড়ানোর উদ্দেশ্যে।
ক্যানিং মহাকুমার বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছিল বিগত কয়েকদিন ধরেই। কিন্তু সোজা আঙ্গুলে ঘি না ওঠায়, আঙ্গুল ব্যাঁকাতে হয় পুলিশ প্রশাসনকে। বহুবার সচেতন করা সত্ত্বেও মাস্ক না পড়লে বেধড়ক লাঠিপেটা করা হয় জনসাধারণকে। ক্যানিং থানার আইসি আতিবুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনী লাঠি হাতে রাস্তায় নেমে মানুষকে সচেতন করে। ক্যানিং বাস স্ট্যান্ড থেকে শুরু করে ক্যানিং মাছের বাজার, সবজি বাজার, রেলস্টেশন সংলগ্ন বাজার, ক্যানিং মাতলা ব্রিজ রোডের বাস-অটো সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি যারা মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, তাদের লাঠিপেটা করে কড়া হাতে দমন করে পুলিশ।
বুধবার দুপুর থেকে ক্যানিং পুলিশ প্রশাসন পথচলতি মানুষ থেকে ক্রেতা-বিক্রেতা এবং ব্যবসায়ীদের সকলকেই আতিবুর রহমান এবং তার দল সচেতন বার্তা দিয়ে মাস্ক পড়ার অনুরোধ করার পাশাপাশি কিছু কিছু মানুষের উদ্দেশ্যে লাঠি উঁচিয়ে তেড়ে গেছেন আবার কিছু কিছু মানুষকে বেধড়ক মারধর করেছেন মাস্ক না পড়ার কারনে। এমনকি জনসাধারণকে মাস্ক কিনে পড়িয়ে দিতে দেখা গেছে পুলিশকর্মীদের। তবে পুলিশ প্রশাসনের এই চরিত্র দেখে বেজায় খুশি সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই। করোনা সংক্রমণ ঠেকানোর স্বার্থে পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছে।
লখনউ সুপার জায়ান্টস – ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৯ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর