নিজস্ব প্রতিনিধি, বীরভূম – বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের হরিপুরে নির্বাচনী জনসভা করেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
এই জনসভায় পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে “কুমির” বলে কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল।
অনুব্রত অভিযোগ করেন, “পাণ্ডবেশ্বরের সমস্ত কিছুই গিলে খাচ্ছে জিতেন্দ্র তিওয়ারি।”
“পাণ্ডবেশ্বরের বিজেপির প্রার্থী ‘পাগলা মোষের’ মত অবস্থা। যাকেই পাচ্ছে ঢুসিয়ে দিচ্ছে", বলে কটাক্ষ করেন।
অনুব্রত নাম না করে নরেন্দ্র মোদিকে “দড়িওয়ালা জ্যাঠামশাই” বলে কটাক্ষ করে বলেন “লকডাউনে তিন মাস রেশন দিয়ে বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী সারা জীবন রেশন ফ্রি করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছেন আর দেশের সম্পত্তি নষ্ট করে দিচ্ছেন।”