নিজস্ব প্রতিনিধি, ঢাকা - দেশবাসী এবং প্রবাসীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবারই এই শুভেচ্ছা বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, নতুনের আগমন আমাদের যেমন উদ্বেলিত করে, ঠিক তেমনি অতীত ও ভবিষ্যতের সন্ধিক্ষণে পৌঁছে কৃতকর্মের শিক্ষা আগামী দিনে পথ চলার অনুপ্রেরণা হয়ে ওঠে।
তিনি জানান, ২০২০ এবং ২০২১ সাল অবিস্মরণীয় বছরগুলির মধ্যে অন্যতম। ২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব আমরা একসঙ্গে পালন করেছি। এছাড়াও এই বছরের মার্চ মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ১০ দিনের অনুষ্ঠানের আয়োজন করি। এই অনুষ্ঠানে সার্ক ভুক্ত ৫ টি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানরা যোগ দেন। এছাড়াও ৭৭ টি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা ভিডিও বার্তা এবং অভিনন্দনপত্র প্রেরণ করেন।
শেখ হাসিনা জানিয়েছেন, সরকারের উদ্যোগে বেশ কয়েকটি দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে স্মারক তৈরি, জাতীয় সড়কের নামকরণ করা হয়েছে। ইউনেস্কো সৃজনশীল অর্থনীতিতে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করেছে। অর্থনীতি প্রসঙ্গে তিনি জানান, করোনা আবহে অন্যান্য দেশের অর্থনীতি বিপর্যস্ত হলেও বাংলাদেশ ৫.৫ শতাংশ জিডিপি অর্জন করেছে। সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নেওয়ার পাশাপাশি দারিদ্র্যতার হারকে নামিয়ে আনা হয়েছে।
এছাড়াও তিনি জানান, বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সফল বাস্তবায়নের মধ্য দিয়ে রূপকল্প-২০২১ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশকে ডিজিটাল রূপে রূপান্তরিত করার পাশাপাশি শহরের সমস্ত সুযোগ সুবিধা প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েছি আমরা। এমনকি দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো, উন্নয়নের ২৮ টি প্যাকেজের আওতায় ১ লাখ ৮৭ হাজার ৬৭৯ কোটি টাকার ধার্য করা হয়েছে।
তিনি জানিয়েছেন, সরকারের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার সুপারিশ অর্জন করেছে। বাংলাদেশ ইতিমধ্যেই এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড অর্জন করেছে। এদিন তিনি একাধিক কর্মসূচির কথাও বলেন। ত্রিশ লাখ শহীদদের রক্ত ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিনিময়ে স্বাধীন এই দেশকে রক্ষা করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি এদিন দেশ এবং দেশবাসীর জন্য সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করেছেন।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড