নিজস্ব প্রতিনিধি, ঢাকা - দেশবাসী এবং প্রবাসীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবারই এই শুভেচ্ছা বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, নতুনের আগমন আমাদের যেমন উদ্বেলিত করে, ঠিক তেমনি অতীত ও ভবিষ্যতের সন্ধিক্ষণে পৌঁছে কৃতকর্মের শিক্ষা আগামী দিনে পথ চলার অনুপ্রেরণা হয়ে ওঠে।
তিনি জানান, ২০২০ এবং ২০২১ সাল অবিস্মরণীয় বছরগুলির মধ্যে অন্যতম। ২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব আমরা একসঙ্গে পালন করেছি। এছাড়াও এই বছরের মার্চ মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ১০ দিনের অনুষ্ঠানের আয়োজন করি। এই অনুষ্ঠানে সার্ক ভুক্ত ৫ টি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানরা যোগ দেন। এছাড়াও ৭৭ টি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা ভিডিও বার্তা এবং অভিনন্দনপত্র প্রেরণ করেন।
শেখ হাসিনা জানিয়েছেন, সরকারের উদ্যোগে বেশ কয়েকটি দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে স্মারক তৈরি, জাতীয় সড়কের নামকরণ করা হয়েছে। ইউনেস্কো সৃজনশীল অর্থনীতিতে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করেছে। অর্থনীতি প্রসঙ্গে তিনি জানান, করোনা আবহে অন্যান্য দেশের অর্থনীতি বিপর্যস্ত হলেও বাংলাদেশ ৫.৫ শতাংশ জিডিপি অর্জন করেছে। সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নেওয়ার পাশাপাশি দারিদ্র্যতার হারকে নামিয়ে আনা হয়েছে।
এছাড়াও তিনি জানান, বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সফল বাস্তবায়নের মধ্য দিয়ে রূপকল্প-২০২১ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশকে ডিজিটাল রূপে রূপান্তরিত করার পাশাপাশি শহরের সমস্ত সুযোগ সুবিধা প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েছি আমরা। এমনকি দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো, উন্নয়নের ২৮ টি প্যাকেজের আওতায় ১ লাখ ৮৭ হাজার ৬৭৯ কোটি টাকার ধার্য করা হয়েছে।
তিনি জানিয়েছেন, সরকারের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার সুপারিশ অর্জন করেছে। বাংলাদেশ ইতিমধ্যেই এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড অর্জন করেছে। এদিন তিনি একাধিক কর্মসূচির কথাও বলেন। ত্রিশ লাখ শহীদদের রক্ত ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিনিময়ে স্বাধীন এই দেশকে রক্ষা করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি এদিন দেশ এবং দেশবাসীর জন্য সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করেছেন।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব যোগা কাপে অংশ নিয়েছিলেন তিনি
প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিনে একজন পড়ুয়াও আসেনি
ভারি বৃষ্টি হতেই ২০১৭ সালের বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার মানুষ
মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান আমির খানের
পুরসভার মহিলা কর্মীদেরকেও ধরে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে