নিজস্ব প্রতিনিধি , জয়পুর - গত মাসে বিজেপির সর্বভারতীয় মুখ্যপাত্র নূপুর শর্মা হজরত মহম্মদের সম্পর্কে বিতর্কিত একটি মন্তব্য করেছিলেন।সেই বিতর্কিত মন্তব্যের জেরে ছয় মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হয় তাকে।নূপুর শর্মার এই পয়গম্বর বিতর্কে দেশ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল।এছাড়াও একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।এমনকি উত্তর প্রদেশে দফায় দফায় কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছিল।এরপর এই বিতর্ক কিছুটা শান্ত হতেই নতুন করে রাজস্থানে মাথাচাড়া দিয়ে উঠল নূপুর শর্মার বিতর্ক।
পুলিশ সূত্রে জানা গেছে , গত কয়েকদিন আগে উদয়পুরের মালদার স্ট্রিটের ভূতমহল এলাকার একজন দর্জি তার ফেসবুকে নূপুর শর্মার সমর্থনে একটি ডিপি দেন।এরপরেই তার কাছে বিভিন্ন ফোন ও মেসেজের মাধ্যমে হুমকি আসতে থাকে।এই হুমকিতে বারবার তাকে বলা হয় এরকম ডিপি সরিয়ে দেওয়ার জন্য। তবে তিনি ডিপি না সরিয়ে হুমকি দেওয়া অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন। কিন্তু এফআইআর দায়ের করলেও পুলিশ এর কোনোরকম ব্যবস্থা নেননি বলে অভিযোগ।
এরই মধ্যে মঙ্গলবার দুপুরে ওই দর্জির দোকানে দু'জন দুষ্কৃতী আসে জামা বানানোর নাম করে ছদ্মবেশে আসে।এরপর দর্জিটি যখন জামা বানানোর জন্য মাপ নিচ্ছিলেন সেই সুযোগে ওই দুই দুষ্কৃতী তাকে কুপিয়ে নৃশংস ভাবে খুন করে।দুষ্কৃতীরা এই নৃশংস ঘটনা ক্যামেরাবন্দিও করে রাখেন। যা মূলত ইরাকের আইসিস জঙ্গিরা করে। এমনকি ওই ২ জন ঘটনাস্থলে বসেই হুঁশিয়ারি দেয় , ঠিক এমন অবস্থা প্রধানমন্ত্রী মোদিরও হবে।এর জন্য তারা মৃত্যুর জন্যও প্রস্তুত।
এই ঘটনায় তীব্র আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা। এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজস্থান। ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে গোটা এলাকায়। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিসেবা। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে গোটা রাজস্থান প্রশাসন।জেলায় জেলায় চলছে নাকা তল্লাশি। সূত্রের খবর খুব শীঘ্রই এনআইএ এই ঘটনার তদন্ত ভার নেবে।
এই ঘটনায় একজন বিজেপি নেতা জানিয়েছেন,"মৃত দর্জি হুমকি পাওয়ার পর থানার অভিযোগ জানালেও তার কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি।যার ফলে হুমকি দেওয়ার কয়েকদিনের মাথায় খুন হতে হয় দর্জিটিকে।এগুলো সরকারের গাফিলতি।দিনদুপুরে এরকম নৃশংস ঘটনা কোনো একজন অথবা দুজনের পক্ষে করা সম্ভব নয়। এই ঘটনায় কোনো জঙ্গিযোগ আছে।"
এই ঘটনার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন,"অপরাধী দুজনকেই গ্রেফতার করা হয়েছে।এর পিছনে আরও কারা জড়িত , সেই বিষয়ে তদন্ত চলছে।অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে।"
ভ্রূণ কান্ডের তদন্তে উচ্চ পর্যায়ের টিম গঠন পুরসভার
‘শিক্ষা চোর গেল, গরু চোর গেল, এবার পরে রয়েছে কয়লা চোর ভাইপো’, তীব্র কটাক্ষ সুকান্তর
৪ মাস কেটে হলেও কথা রাখেনি কর্তৃপক্ষ , কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের
ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু
জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাত ধরে নতুন করে ঘুরে দাঁড়ালো হুগলী কোচিন শিপইয়ার্ড লিমিটেড
বৈদ্যবাটিতে খেলা হবে দিবসের অনুষ্ঠান থেকে মোদি সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর ভাইয়ের
সারের বিরুদ্ধে ১৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পুজারা
২ দিন পলাতক থাকার পর দুর্গাপুর স্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত
উত্তরপাড়ার প্রেরণা সংস্থার পক্ষ থেকে গ্রামের পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী প্রদান
'আর কিছুদিন পর নিজেদের জিভই কাটতে হবে',ইদ্রিশকে পাল্টা তোপ বিজেপির
অর্পিতাকে জেরে করে একাধিক তথ্য ইডির হাতে
ফের নিম্নমুখী রুপোর দাম
লক্ষাধিক টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে ডেটা প্রোভাইড করার অভিযোগে গ্রেফতার ক্যাফে মালিক
টেট পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়ার মামলায় তালিকা তলব বিচারপতির
ফের নিম্নমুখী সোনার দাম