ন্যাশনাল গেমস, সোনা জয় দিব্যা কাকরানের

অক্টোবর ০১, ২০২২ দুপুর ০৩:৪৪ IST
63380f8e7f204_94575717

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ - ৬৮ কেজিতে দুইবার কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ পদক জিতেছেন দিব্যা কাকরান। শুক্রবার জাতীয় গেমসের কুস্তি অঙ্গনে নতুন ৭৬ কেজি বিভাগে প্রথম স্বর্ণপদক জিতেছেন। এই পদক দাবি করার জন্য মাদুরে কম সময়ের আলো তৈরি করেছেন দিব্যা।

দিব্যা অভিজ্ঞ গুরশরণপ্রীত কৌর, তরুণ রেতিকা এবং রোহিনী শিবানীকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তবে এর আগে আগে হিমাচল প্রদেশের রানীকেও কুপোকাত করেছিলেন কমনওয়েলথ পদকজয়ী।

দিব্যা বলেছেন, 'কমনওয়েলথ গেমসের পরে, বিভিন্ন বিভ্রান্তির কারণে আমি সঠিকভাবে প্রশিক্ষণ নিতে পারিনি। ফলে আমার ওজন বেড়ে গেল। তাই আমি নতুন ওজন বিভাগে স্যুইচ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমাকে বড় ইভেন্টে এই ওজনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শক্তি যোগ করতে হবে'।

ভিডিয়ো

Kitchen accessories online