নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন শিলিগুড়ির মেয়র। তারপরেও অবৈধ নির্মাণের কাজ কিছুতেই বন্ধ করছিলেন না। তাই আজ জেসিবি নিয়ে ভেঙে দেওয়া হল অবৈধ নির্মাণ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে। এরআগেও শিলিগুড়ি শহর জুড়ে বহুদিন ধরেই বার বার অবৈধ নির্মাণের ভুরি ভুরি অভিযোগ উঠছে। তখন থেকেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র।
সূত্রের খবর , শিলিগুড়ি পুরনিগমের ‘মেয়রকে বলো' কর্মসূচিতে বহু অবৈধ নির্মাণের অভিযোগ এসেছিল। শিলিগুড়ির ৫ ওয়ার্ডের অবৈধ নির্মাণ বহুবার বন্ধ করার নির্দেশ দিয়েছেন মেয়র। তাও কাজ বন্ধ করা হয়নি। সেই জন্য শুক্রবার পৌরনিগমের কর্মীরা জেসিবি নিয়ে হাজির হয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে।
এরআগেও শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ নির্মাণ ভেঙে দেন পৌরনিগমের কর্মীরা। মানুষের চলাচলের রাস্তা দখল করে তৈরি করছে অবৈধ নির্মাণগুলি এছাড়াও জানা যাচ্ছে পৌরনিগমের কাছ থেকে কোনরকম অনুমতি না নিয়ে নির্মাণ শুরু করে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।