নিজস্ব প্রতিনিধি , হুগলী - অবশেষে দু’বছর পর চন্দননগরের স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় দুঃসাহসিক ডাকাতি ও শুট আউটের ঘটনার অপরাধীদের সাজা ঘোষণা করল আদালত । মঙ্গলবার চুঁচুড়া মহকুমা আদালত এই ঘটনায় ধৃত বিট্টু কুমার, গুড্ডু কুমার ও ধর্মেন্দ্র সিং-র যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ধৃত তিনজনেই বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে , দু’বছর আগের ডাকাতির ঘটনায় চারজন জড়িত থাকলেও তারা তিনজনকে এখনও পর্যন্ত ধরতে পেরেছে। পুলিশের চার্জশিট থেকে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা নিয়ে বেশ কিছু বিস্ফোরক তথ্য জানা গেছে। ডাকাতির আগে অত্যাধুনিক জ্যামার ব্যবহার করে গোটা এলাকার নেটওয়ার্ক স্তব্ধ করে দিয়েছিল দুষ্কৃতীরা। তারপর বন্দুক হাতে ওই গোল্ড লোন সংস্থার অফিসে হানা দিয়ে লুটপাট চালায়। পুলিশের সঙ্গে রাস্তার উপর গুলির লড়াইয়েও জড়িয়ে পরেছিল তারা।
তাই আদালতে নিয়ে আসা ও নিয়ে যাওয়ার সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এদিন আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আদালত চত্বর। ধৃতদের হেফাজতে রেখেই এই মামলার ট্রায়াল শুরু হয়েছিল।
এরপর গতকালই ধৃত বিট্টু কুমার (করণ), গুড্ডু কুমার (ধর্মেন্দ্র) ও বিট্টু কুমার (ছোট্টু)-কে দোষী সাব্যস্ত করেন ফাস্টট্রাক কোর্টের অতিরিক্ত জেলা দায়রা বিচারক শিবশঙ্কর ঘোষ। অভিযু্ক্তরা বন্দি থাকাকালীনই শুরু হয়েছিল বিচার। ধৃতদের বিরুদ্ধে ৩০৭, ৩৯২, ৩৯৪, ৩৯৭, ৩২৬, ৩৪ আইপিসি এবং ২৫/(১)বি ও ২৭ অস্ত্র আইনে মামলা রুজু হয়েছিল।
জেলা আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় এদিন জানান, তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত ধৃতদের দোষী সাব্যস্ত করেছে। পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে এই ডাকাত দলকে ধরেছিল।
প্রসঙ্গত , ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারে বেসরকারী স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি হয়। ডাকাতির খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ও গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছন। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। ডাকাত দল সোনা নিয়ে পালাতে গিয়ে পুলিশের মুখে পরে। সঙ্গে সঙ্গে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও পাল্টা জবাব দেয়। চন্দননগর থেকে দুই দুষ্কৃতীকে অস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। নাকা চেকিং শুরু হয় বিভিন্ন পয়েন্টে। চুঁচুড়ার তুলোপট্টি ঘাটের কাছে আরও এক দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। তবে চতুর্থজন চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে