নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে হাই কোর্টে স্বস্তি ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। মামলাকারীর থেকে ১৫ হাজার টাকা জরিমানাও করেছেন তিনি।
দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন কোয়েনা দে নামে এক চাকরিপ্রার্থী। তার অভিযোগ ছিল, প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে বেতন পেলেও পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবেও প্রতি মাসে পারিশ্রমিক নিচ্ছেন দেবজ্যোতি ঘোষ। সেই মামলার প্রেক্ষিতে দেবজ্যোতি ঘোষকে শুক্রবার আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। এমনকি নির্দেশ কার্যকর করার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারকেও নির্দেশ দেন তিনি।
আদালতের নির্দেশ মেনে শুক্রবার হাইকোর্টে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দেন দেবজ্যোতি। মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, চাকরির নিয়োগপত্র, ডিএলএইড এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথি নিয়ে আদালতে হাজির হন তিনি। সমস্ত নথি আদালতে জমা দেন দেবজ্যোতি ঘোষ। এরপর নথি খতিয়ে দেখে কোয়েনা দে'র অভিযোগ খারিজ করে দেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ভুল তথ্য দেওয়ায় মামলাকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন তিনি। আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সেই টাকা দিতে হবে।
বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'আপনি যে বলছেন তিনি মাধ্যমিক পরীক্ষা পাশ করেননি, এটা ভুল। মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, নিয়োগপত্র, ডিএলএইড ও উচ্চ মাধ্যমিক পাশ সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দিয়েছেন দেবজ্যোতি।'
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত