অবশেষে শিলিগুড়িবাসীদের মনে ফিরল স্বস্তি , খাঁচায় বন্দী হল চিতাবাঘ

জানুয়ারী ৩০, ২০২৩ রাত ১১:৪৫ IST
63d7acc0e147b_IMG_20230130_165627

নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - দীর্ঘ কয়েক সপ্তাহ প্রচেষ্টার পর অবশেষে শিলিগুড়িবাসীদের মনে ফিরল স্বস্তি। আতঙ্কের অবসান ঘটিয়ে আজ ধরা পরেছে সেই হিংস্র ও লোভী চিতাবাঘ।চলতি মাসে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল শিলিগুড়ির জংশনের ডিএমইউ শেড এলাকায়। প্রায় দু’সপ্তাহ ধরে চিতাবাঘটি অধরা ছিল, তবে বনদফতরের টপে পা ফেলে সোমবার সকালে খাঁচাবন্দি হলো চিতাবাঘ।

বইটি ক্রয় করতে লিঙ্কে ক্লিক করুন

স্থানীয় সূত্রে জানা গেছে , চিতাবাঘটিকে ধরতে একটি খাঁচা রেখেছিলেন বনদফতরের কর্মীরা। সোমবার ভোরে স্থানীয়রা দেখতে পারে সেই খাঁচাতে বন্দি হয়েছে চিতাবাঘটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরকে।এরপর চিতাবাঘটি ধরা পরার খবর পেয়ে এলাকায়  চিতাবাঘটিকে দেখতে ভিড় জমে ওঠে।যদিও পরে সেখান থেকে চিতাবাঘটিকে নিয়ে যায় বন বিভাগের দল। ওই চিতাবাঘটিকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা।

প্রসঙ্গত,গত ১৯ জানুয়ারি আলিপুরদুয়ার-শিলিগুড়ি ডিএমইউ প্যাসেঞ্জার সাফাই করতে গিয়ে চিতাবাঘটিকে দেখতে পান কারশেডের কয়েক জন কর্মী। ট্রেনের আসনের নীচে চিতাবাঘটিকে দেখতে পান তারা। তাদের দেখে চিতাবাঘটি লাফিয়ে ট্রেন থেকে নেমে যায়। এলাকায় পাওয়া যায় আধখাওয়া শূকরও। চিতার খোঁজে দীর্ঘ দুই থেকে তিন সপ্তাহ টানা তল্লাশি চালালেও কোনমতেই ধরা পরছিল না সেই চিতাবাঘ। অবশেষে,সোমবার সেই চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে কারশেডের শ্রমিক ও আশপাশের বাসিন্দারা।

ভিডিয়ো

Kitchen accessories online