নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা – আজ বঙ্গে চলছে তৃতীয় দফায় তিন জেলায় ভোটগ্রহণ পর্ব। জেলায় জেলায় ভোটগ্রহণ ঘিরে বহু বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। এবার দক্ষিণ ২৪ পরগণা জেলার বিষ্ণুপুরের ১২৩ নম্বর বুথে মহিলা ভোটারকে বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মী গৌরাঙ্গ মাখালের বিরুদ্ধে। কিন্তু কোনও বাধা না মেনে প্রতিবাদ জানিয়ে ভোট দিতে যান ওই মহিলা ভোটার।
এই ঘটনার ফুটেজ দেখে অভিযুক্ত গৌরাঙ্গ মাখালকে গ্রেফতার করে পুলিশ। এরপর এই ভাইরাল ভিডিওর ভিত্তিতে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।