ভোটদানে বাধা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এপ্রিল ০১, ২০২১ দুপুর ১২:৪১ IST
6065705391e72_WhatsApp Image 2021-04-01 at 12.27.46

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর – আজ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। ঘাটালের চকলছুপুরে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেছে সংযুক্ত মোর্চা। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।          

ভিডিয়ো

Kitchen accessories online