নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ – শুক্রবার সকালে ভাগীরথী দুগ্ধ সমবায় সামনে পুলিশের সঙ্গে ঝামেলায় জরালেন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।শুক্রবার মুর্শিদাবাদে ভাগীরথী মিল্ক কোঅপারেটিভ ইউনিয়নে স্মারকলিপি প্রদান করতে যান তিনি। সেখান যাওয়ার আগে একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। সেই পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর এই কারণে শুক্রবার সন্ধ্যায় রানীনগর থানা ঘেরাও করে থানা ভাঙচুর করে কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছড়ায় এবং লাঠি চার্জ করে পুলিশ।
সূত্রের খবর , মুর্শিদাবাদ বহরমপুরে পঞ্চানন তলা থেকে পদযাত্রা শুরু করেন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু সেই পদযাত্রায় বাধা দেয় জেলা পুলিশ। এই নিয়ে তখন ধুন্ধুমার কান্ড বাধে। এই পদযাত্রায যোগদানকারী কর্মীদের অভিযোগ গোধনপাড়া রুপায়ণ ক্লাবে কংগ্রেসের জনসভায় যোগ দিতে যাওয়ার সময় কংগ্রেস কর্মীদের মারধর করা হয়।সেই সঙ্গে কংগ্রেস কর্মীদের গাড়ি,টোটো ভাঙচুর করে বলে অভিযোগ।
পরবর্তীতে এই কারণে সন্ধ্যায় রানীনগর থানা ঘেরাও করে বিক্ষোভ চালায় কংগ্রেস। বিক্ষোভকারীরা রানীনগর থানা ঘেরাও করে কার্যত ইট পাথর চরে থানার মধ্যে ভাঙচুর চালায়। অপরদিকে পুলিশের পক্ষ থেকে ও উত্তেজিত কর্মীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস। পুলিশ ও কংগ্রেস কর্মীদের সংঘর্ষের কার্যত ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে মুর্শিদাবাদে রাণীনগরে।বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
প্রসঙ্গত , মুর্শিদাবাদ জেলার দুগ্ধ পেশার সঙ্গে যুক্ত ভাগীরথী কো অপারেটিভ মিল্ক প্রোটেকশন ইউনিয়ন।কিন্তু বর্তমানে এখানে ব্যাবস্থাগত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। মূলত ভাগীরথী মিল্ক কোঅপারেটিভ ইউনিয়নের যাতে কৃষকদের কাছ থেকে কিভাবে দুধ কেনা নিয়ে এই সমস্যা। এই নিয়ে এদিন এই স্মারকলিপি প্রদান করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলার দুগ্ধ উৎপাদন সমিতির ব্যানারে।
এই স্মারকলিপি প্রদানের আগে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের পঞ্চানন তলা থেকে পদযাত্রা শুরু করেন। কিন্তু তার আগেই বহরমপুরে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে এই আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।এই কারণে ভাগীরথী মিল্ক কো-অপারেটিভ ইউনিয়নে আসার আগেই ৩৪ নম্বর জাতীয় সড়কে মিছিল আটকানোর জন্য ব্যাড়িকেটিং করে জেলা পুলিশ।
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে