নিজস্ব প্রতিনিধি , এজবাস্টন - রোহিত শর্মা ও লোকেশ রাহুলের অনুপস্থিতিতে আসন্ন ইংল্যান্ড টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। শেষবার জোরে বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব। ৩৫ বছর পর ঐতিহাসিক টেস্টে এক নতুন সন্ধিক্ষণের সামনে দাড়িয়ে রয়েছে ভারতীয় শিবির। কপিল দেবের পর জোরে বোলার হিসেবে প্রথমবার ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন বুমরা।
৩৬তম অধিনায়ক হতে চলেছেন বুমরা। ১৯৩২ সালে টেস্ট ক্রিকেট খেলা শুরু করে ভারত। তারপর থেকে ৩৫ জন অধিনায়ক হয়েছেন। গত বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন বুমরা। সেই সময় তিনি জানিয়েছিলেন, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসলে তিনি অবশ্যই সেটি করবেন।
বুমরা বলেছিলেন, 'সুযোগ পেলে আমি সম্মানিত বোধ করব। মনে হয় না কেউই এই সুযোগ হাতছাড়া করতে চাইবে। এর থেকে বড় অনুভূতি আর হয় না। তবে নেতৃত্বের পিছনে দৌড়তে চাই না। সুযোগের জন্য অপেক্ষা করতে চাই। সেই সুযোগ এলে দু’হাত বাড়িয়ে গ্রহণ করব'।
কপিল দেবের অধীনে সীমিত ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। আসন্ন ইংল্যান্ড টেস্ট ম্যাচটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচের দায়িত্ব পালন করা মুখের কথা নয়। কপিল দেবের মত না হলেও বিশাল বড় দায়িত্ব বুমরার কাঁধে। পারবেন কি সেই দায়িত্ব সামলাতে? অপেক্ষায় সকল ভারতীয় সমর্থক।
ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু
জেনে নিন স্ট্রেস থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
সারের বিরুদ্ধে ১৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পুজারা
যত তীব্র হচ্ছে বয়কট বিতর্ক , ততই ‘লাল সিং চাড্ডার’ প্রতি আকৃষ্ট হচ্ছে দর্শক
উত্তরপাড়ার প্রেরণা সংস্থার পক্ষ থেকে গ্রামের পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী প্রদান
আগামী ২৭শে আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ
প্রথম ম্যাচে মুখোমুখি গোয়া ও মহামেডান, শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয়পর্ব সারলেন মুখ্যমন্ত্রী
অবসর নিয়ে কিছু ভাবছেন না অ্যান্ডারসন
ভিড়ের মাঝে আটকে বাস-ট্যাক্সী, রোহিতকে পুনরায় হোটেলে ঢোকার পরামর্শ নিরাপত্তারক্ষীদের
আগামী ১৬ই সেপ্টেম্বর ভারত মহারাজা এবং ওয়ার্ল্ড জায়ান্টদের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে
আগামী ১৭ই আগস্ট রায়পুরে ঘানার প্রতিপক্ষের মুখোমুখি হবেন ভারতীয় বক্সার
‘ইন্ডিয়া পছন্দ হচ্ছে না , দেশের নাম বদলে হিন্দুস্তান করে দিন’, হাসিন জাহানের মন্তব্য ঘিরে তীব্র হৈচৈ
প্রতিবছরই এই রক্তদান শিবিরের আয়োজন করে আইএফএ
গত ৯ মাসে ৮ জন ক্রিকেটার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন
ফের একসঙ্গে দেখা গেল লক্ষ্মীরতন শুক্লা ও ডব্লিউভি রমনকে