নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বর্তমানে বলিউডের অতি জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সিনেমা জগত অথবা বিজ্ঞাপনের মাধ্যমে বরাবরই টিভির পর্দায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে ।ক্যারিয়ারের দিক থেকেও যথেষ্ট স্বাচ্ছন্দে এগিয়ে চলছেন তিনি। তবে আচমকাই তার জীবনে ঘটলো বিপত্তি।অঝোরে কাঁদছেন প্রকাশ্যেই। হঠাৎ এমন একটি ইনস্টাস্টোরি পোস্ট করেছেন অভিনেত্রী । যা দেখে রীতিমতো উদ্বিগ্ন তার অনুরাগীরা।
ম্রুণাল ইনস্টাগ্রাম স্টোরিজে লিখেছেন, ‘গতকাল কঠিন ছিল। কিন্তু আজ আমি শক্তিশালী, অভিজ্ঞ ও সুখী! প্রত্যেকেরই জীবনের গল্প থাকে, হয়ত তারা সেগুলি প্রকাশ্যে বলেন না, আমি বলছি, যাতে সেটা থেকে কেউ শিখতে পারেন।’সেই সঙ্গে ম্রুণাল আরও লেখেন, 'একবারে একদিন সময় নিচ্ছি! এদিনের জন্য নিষ্পাপ ও দুর্বল হওয়া অসুবিধা নেই।'
এই নিয়েই ম্রুণালকে এভাবে দেখে নানান রকম মন্তব্য করেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘নিশ্চয় কোনওকারণে দুঃখ পেয়েছেন।’ কারোর প্রশ্ন, ‘উনি হয়ত কোনও কারণে মানসিকভাবে বিপর্যস্ত’। কারোর কথায়, 'যাক সব ঠিক হয়ে যাবে', কারোর মন্তব্য, ‘তিনি একজন ভাল অভিনেত্রী ও ভাল চিত্রনাট্যের দাবিদার।'
উল্লেখ্য,২০১২ সালে টিভি শো ‘মুজসে কুছ কেহতি...ইয়ে খামোশিয়াঁ’ দিয়ে ম্রুণাল ঠাকুর তার অভিনয় জীবন শুরু করেন। পরে ‘কুমকুম ভাগ্য’র মাধ্যমে পরিচিতি পান। পরবর্তী সময়ে ২০১৮৮ সালে ‘লাভ সোনিয়া’র হাত ধরে বলিউডে পা রাখেন। পরে ‘সুপার ৩০, ‘বাটলা হাউস’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘তুফান’ ও ‘ধামাকা’-র মতো ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন মারাঠি ও তেলুগু ছবিতেও।
তবে খুব শীঘ্রই ঈশান খট্টরের বিপরীতে ওয়ার ড্রামা পিপা-তে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। আদিত্য রায় কাপুরের সঙ্গে ক্রাইম থ্রিলার ‘গুমরাহ’তেও রয়েছেন তিনি, যেটি ৭ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে। এটি ২০১৯-এ মুক্তি পাওয়া তামিল হিট অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র থাদাম-এর অফিসিয়াল হিন্দি রিমেক।
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
সিরিয়ালের ফাঁকে লুকিয়ে আন্দামানে প্রি-হানিমুন , শ্রীমার উপর চটলেন নেটপাড়া
দুই সন্তান আথিয়া আর অহানের কথা ভেবেই নেপানসিয়া রোড ছেড়ে চলে আসি , দাবি সুনীল শেট্টির
আমার সংসদ আমার অহংকার , মোদিকে ট্যুইট করে বার্তা বাদশার
বলিউডে পা রাখতেই টলিউডকে ভুলে গেলেন প্রসেনজিৎ
এইটুকু বলতে পারি, আমার পরের গন্তব্যের নাম নতুন অভিজ্ঞতা , বার্তা সৌমকের
পরকীয়ার বিবাদ ভুলে নতুন করে প্রেমিককে আপন করে নিতে চলেছে ইপ্সিতা মুখার্জি
মাটির তলা থেকে বেরিয়ে আসা জৈন ধর্মের অতি প্রাচীন মূর্তি চুরি করে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে , তীব্র ক্ষোভ প্রকাশ দিগম্বর জৈনের
পরিচালক অসুস্থ , আপাতত বন্ধ ছবির প্রচার কাজ
নিজের টাকা খরচ করে হল ভাড়া করুন , লাল গালিচা বিছিয়ে দিন , লোকজন নিয়ে গিয়ে ফটো তুলুন , এটাই কান উৎসব , বিস্ফোরক মন্তব্য নাওয়াজের
আগামী ৩০ শে মে দুপুর ১২টার মধ্যে পরিচালককে আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ