নিজস্ব প্রতিনিধি , দিল্লি - অপেক্ষার অবসান। অবশেষে ৫-জি পরিসেবা চালু হতে চলেছে ভারতে। বৃহস্পতিবার একটি প্রেস কনফারেন্সে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, '১২ই অক্টোবরের মধ্যে ৫-জি পরিসেবার রোল আউটের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশ।' এই রোল আউটে মুখ্য ভূমিকা পালন করছে জিও ও এয়ারটেল কোম্পানি।
এদিন টেলিকম মন্ত্রী জানান, "আমরা যত দ্রুত সম্ভব ৫জি পরিসেবা চালু করার পরিকল্পনা করছি। টেলিকম অপারেটররা সেই বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং ইনস্টলেশন করা হচ্ছে। ৫জি পরিসেবা গুলি শুরু হওয়ার পরে তা আরও সম্প্রসারিত হবে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই পরিসেবা দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছানো হবে। আমরা নিশ্চিত করব যে এই পরিসেবা যেন সাশ্রয়ী হয়। এছাড়াও এই শিল্পটি শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রই ফোকাস করছে।"
বৃহস্পতিবার কেন্দ্র থেকে গতি শক্তি সঞ্চার পোর্টালে ৫-জি রো (রাইট অফ ওয়ে) আবেদন ফর্ম চালু করেছে। এছাড়াও গত সপ্তাহে কেন্দ্র সরকার স্পেকট্রাম জারি করে চিঠি পাঠিয়েছে এবং টেলিকম পরিসেবা সরবরাহকারীদের। দেশে ৫-জি পরিসেবার রোলআউটের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে।এই স্পেকট্রাম অ্যালোটমেন্টের মাধ্যমে, ভারত উচ্চগতির ৫-জি টেলিকম পরিসেবা চালু করার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে।
এবছর স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লার সামনে প্রধানমন্ত্রী মোদি তার বক্তৃতায় বলেন,'দেশকে নতুন ভাবে উন্নতি করতে তৃণমূল স্তরে বিপ্লব আনা হবে। গ্রামে গ্রামে ৫-জি, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এবং ওএফসিএস দিয়ে ইন্টারনেট পরিসেবায় বিপ্লব আনা হবে'।
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯
ধৃত ২ তৃণমূল কর্মী অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামী , গোটা গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
এক নজরে দেখে নিন আজকের ট্রাফিক আপডেট
তিনি ইন্টারনেট উদ্যোক্তা এবং ভারতের প্রথম মহিলা যিনি ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করতে পেরেছেন
ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স
১২.০৬ মিনিটে যদি ম্যাচ শুরু হয় তাহলে ৫ ওভার খেলা হবে
জেনে নিন দৃষ্টিশক্তি বাড়াতে কোন কোন যোগাসন করবেন
অভিযুক্ত শ্রমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
কোমরভাঙা যুবকের জন্য হুইলচেয়ার , খাদ্যসামগ্রী সহ অর্থ সাহায্য নবদৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন, মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের