অমৃতবাজার এক্সক্লুসিভ - অ্যানি বেসান্ত ছিলেন একজন প্রাক্তন ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখিকা, বাগ্মী, আইরিশ ও ভারতীয় স্বায়ত্বশাসনের সমর্থক। ১৮৪৭ খ্রিস্টাব্দে ১ অক্টোবর অ্যানি বেসান্তের জন্মগ্রহণ করেন লন্ডনে । তাঁর পিতার নাম উইলিয়াম পেজউড । অ্যানি ১৮৬৭ খ্রিস্টাব্দে রেভারেন্ড ফ্র্যাঙ্ক বেসান্তের সঙ্গে বিবাহ করেন, তবে এই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি । ১৮৭৩ খ্রিস্টাব্দে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের ।
জন্ম নিয়ন্ত্রণ অভিযানকারী চার্লস নোল্টেনের একটি বই ১৮৭৭ সালে প্রকাশ করে অ্যানি অভিযুক্ত হন । ১৮৮৯ খ্রিস্টাব্দে অ্যানি থিওসফিক্যাল সোসাইটির সদস্যা হন ও নিরামিষাশী হয়ে ওঠেন । এরপর ভারতবর্ষে এসে তিনি হিন্দুধর্ম গ্রহণ করেন ও কাশীতে ‘থিওসফিক্যাল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন । এছাড়াও অ্যানি বিখ্যাত সেন্ট্রাল হিন্দু কলেজ স্থাপন করেন ১৮৯৮ খ্রিস্টাব্দে ।
অ্যানি স্বরচিত গ্রন্থাবলির উপার্জন পরোপকারের কাজে ব্যয় করতেন । কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপনের মূলে অন্যতম ছিলেন অ্যানি বেসান্ত । পরবর্তীকালে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ডি.এল উপাধি দেওয়া হয় । তিনি ১৯১৪ খ্রিস্টাব্দে ‘ম্যাডরাস স্ট্যান্ডার্ড’ নামে দৈনিক সংবাদপত্রের মালিকানা কিনে নেন । পরবর্তীতে তা ‘নিউ ইন্ডিয়া’ নামে প্রকাশ করেন ।
এরপর ১৯১৬ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসে অ্যানি যোগদান করেন । এছাড়াও দেশের সর্বত্র সভাসমিতি করে ও প্রবন্ধ লিখে স্বাধীনতা আন্দোলন পরিচালনা করতে শুরু করেন তিনি । এই কারণে তিনি কারাদন্ডও ভোগ করেছিলেন । তিনি মুক্তি পাওয়ার পরের বছরেই ১৯১৭ খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভানেত্রীর পদের দায়িত্ব পালন করেন । ভারতের স্বাধীনতা সংগ্রামের বিখ্যাত হোমরুল আন্দোলনের তিনিই ছিলেন প্রধান পরিচালিকা । ১৯৩৩ সালে ২০ সেপ্টেম্বর ৮৫ বছর বয়সে অ্যানি বেসান্ত পরলোক গমন করেন । তবে তিনি বিদেশিনী হয়েও মৃত্যুর শেষ দিন পর্যন্ত ভারতের স্বাধীনতার জন্য স্বচেষ্ট ছিলেন ।
তবে আফসোস, ভারতীয় জাতীয় কংগ্রেস দীর্ঘদিন ভারত শাসন করেছে, তবে সেই সংগঠনের একজন সভাপতির স্মৃতিরক্ষায় তেমন কিছুই করেননি তারা ।
ভ্রূণ কান্ডের তদন্তে উচ্চ পর্যায়ের টিম গঠন পুরসভার
‘শিক্ষা চোর গেল, গরু চোর গেল, এবার পরে রয়েছে কয়লা চোর ভাইপো’, তীব্র কটাক্ষ সুকান্তর
৪ মাস কেটে হলেও কথা রাখেনি কর্তৃপক্ষ , কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের
ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু
জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাত ধরে নতুন করে ঘুরে দাঁড়ালো হুগলী কোচিন শিপইয়ার্ড লিমিটেড
বৈদ্যবাটিতে খেলা হবে দিবসের অনুষ্ঠান থেকে মোদি সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর ভাইয়ের
সারের বিরুদ্ধে ১৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পুজারা
২ দিন পলাতক থাকার পর দুর্গাপুর স্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত
উত্তরপাড়ার প্রেরণা সংস্থার পক্ষ থেকে গ্রামের পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী প্রদান
'আর কিছুদিন পর নিজেদের জিভই কাটতে হবে',ইদ্রিশকে পাল্টা তোপ বিজেপির
অর্পিতাকে জেরে করে একাধিক তথ্য ইডির হাতে
ফের নিম্নমুখী রুপোর দাম
লক্ষাধিক টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে ডেটা প্রোভাইড করার অভিযোগে গ্রেফতার ক্যাফে মালিক
টেট পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়ার মামলায় তালিকা তলব বিচারপতির
ফের নিম্নমুখী সোনার দাম