নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং - আগে পাহাড়ের রাজনৈতিক সমস্যার সমাধান হবে তারপর জিটিএ নির্বাচন হবে। এমনটাই দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন বিমল গুরুং। কিন্তু তারপরেও জিটিএ নির্বাচনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই অনশনে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং।
বিমল গুরুং চাননি জিটিএর নির্বাচন হোক। তিনি চেয়েছিলেন আগে পাহাড়ের যাবতীয় সমস্যার রাজনৈতিক ভাবে সমাধান হোক তারপর এই নির্বাচন করুক।তিনি তার এই বক্তব্য জানিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠিও লিখেছিলেন। এমনকি পাহাড়ে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মোর্চা কর্মীরা। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অবশেষে মঙ্গলবার জিটিএ নির্বাচনের কথা ঘোষণা করে প্রশাসন।
জিটিএ নির্বাচনের কথা ঘোষণা হতেই ক্ষুব্ধ হয়ে বুধবার থেকে অনশন শুরু করলেন বিমল গুরুং। তবে এই অনশনে তিনি অন্য কোনো দলের কাওকে পাশে পাননি। তবে পাহাড়ে যখন তিনি ফিরে আসেন তখন বলেছিলেন কেন্দ্র শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। তাই তিনি পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করতে চান বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কিন্তু মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচন করানোর কথা বলতেই বেঁকে বসেন বিমল। আর বিমলের এরকম রাজ্যের বিরুদ্ধে চলে যাওয়ায় হতবাক পাহাড়বাসীও।
এদিন নির্বাচনের ঘোষণা হওয়ার পর কেন্দ্রীয় কমিটির বৈঠকে বসে গোর্খা জনমুক্তি মোর্চা। বিকেল থেকে শুরু হওয়া এই বৈঠক শেষ হতে রাত হয়ে যায়। পরে সাংবাদিকদের বিমল গুরুং জানিয়েছেন,' পাহাড়ে সমস্যার ভর্তি। তাই আমরা চেয়েছিলাম আগে সমস্যার রাজনৈতিক সমাধান হক। তারপর এই নির্বাচন হবে। পাশাপাশি জিটিএর মধ্যে ৩৯৬টি মৌজা অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমাদের দাবি মানেননি মুখ্যমন্ত্রী। তাই আমিও আমার কথা অনুযায়ী বুধবার থেকে অনশনে বসব'।
এদিকে বিমলের এই সিদ্ধান্তকে সমর্থন করতে নারাজ বাকি রাজনৈতিক দলগুলো। এদিন জন আন্দোলন পার্টির সভাপতি হরকা বাহাদুর ছেত্রী জানিয়েছেন, 'এই সিদ্ধান্ত সম্পূর্ণই বিমলের। তাই এইবিষয় আমাদের কিছু বলার নেই। আমরা নির্বাচনের দিকে মন দিতে চাই'।
একইভাবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সাধারণ সম্পাদক অমর লামা জানিয়েছেন,' বিমল চাইনি নির্বাচন হোক। কিন্তু আমরা চেয়েছিলাম নির্বাচন হোক। আর আমরা আমাদের কর্তব্য থেকে রাজনৈতিক দল হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছি। কে বা কারা অনশন করছে তা নিয়ে মাথা ব্যাথা করছি না '।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ
‘ভবিষ্যতে যে সরকারকেই আসবে এই বোঝা বয়ে বেড়াতে হবে অনির্দিষ্টকালের জন্য’ - শুভেন্দু
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
নিজের ঘরেই রহস্য মৃত্যু যুবকের , খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাকে ছেড়ে দেওয়ার আর্জি রোনাল্ডোর
এই নিয়ে তাই জু-র কাছে ১৬ বার হারলেন সিন্ধু
২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ দলের সক্রিয় সদস্য ছিলেন হরভজন
মোবাইলের দোকানে চুরির ফলে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা
প্রথম ইনিংস লিডেই জয়ী হল ভবানীপুর