নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ফের শহরে ভুয়ো চিকিৎসক। অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা করানোর অভিযোগে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায়৷ ধৃত ব্যক্তিকে এদিন মহকুমা আদালতে তোলা হয়। ওই ভুয়ো চিকিৎসকের নাম দেবাশিস পোড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , এই ভুয়ো চিকিৎসক দীর্ঘদিন ধরে অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন ব্যবহার করে রমরমা ব্যবসা ফেঁদেছিলেন। ব্যক্তিটি কলকাতার গড়িয়ার বাসিন্দা।দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসকের পরিচয় দিয়ে পানাগড়ের একটি ক্লিনিকে চিকিৎসার কাজে নিযুক্ত ছিলেন। তবে কিছু মানুষের সন্দেহ হওয়ায় স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিল তারা। এরপরই স্বাস্থ্য আধিকারিক তদন্তে নামে। তাদের তৎপরতায় জানতে পারেন সম্পূর্ণ ভুঁয়ো চিকিৎসক এই দেবাশীষ পোড়ে। তারপর থেকেই পুলিশের নজর এড়িয়ে ছিলেন ওই ভুয়ো চিকিৎসক।
মঙ্গলবার পানাগড় বাজার বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় তাকে। বিষয়টি জানাজানি হতেই মঙ্গলবার সকালে ক্লিনিকের বাইরে ভিড় জমাতে থাকে এলাকার মানুষ। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় মহকুমা আদালতে। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছেন কাঁকসা থানার পুলিশ।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।