ওএমআর শিট দুর্নীতি মামলায় কৌশিক মাজিকে তলব সিবিআইয়ের

সেপ্টেম্বর ২২, ২০২৩ বিকাল ০৫:২৮ IST
650d72551a64e_Screenshot_2023-09-22-16-23-23-374-edit_com.google.android.googlequicksearchbox

নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গতবছর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তৎপর সিবিআই। এই সংক্রান্ত মামলায় একের পর এক লোককে তলব করে চলেছে সিবিআই। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বারবার সিবিআইয়ের নজরে এসেছে ‘এস বসুরায় অ্যান্ড কোম্পানি’ নামে একটি সংস্থার। ওএমআর শিট নষ্ট করার ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে। এবার সেই কোম্পানির ডিরেক্টর কৌশিক মাজিকে তলব করলো সিবিআই ।

সূত্রের খবর , প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এস বসু রায় অ্যান্ড কোম্পানির নাম জড়িয়েছে বহুবার। এই কোম্পানিই নিয়োগ পরীক্ষার ওএমআর শিট তৈরি, প্রশ্ন বানানো এবং ওএমআর স্ক্যান করে মূল্যায়নের দায়িত্বে রয়েছে। এই সংস্থাই প্রাথমিক শিক্ষা পর্ষদের কনফিডেনশিয়াল সেকশন হিসাবে কাজ করত বলে। এমনকী , ওএমআর শিট নষ্ট করার দায়িত্ব ছিল এই সংস্থার হাতেই। সেই কারণে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় ও কোম্পানির পার্থ সেন ও কৌশিক মাঝি নামে দুজনকে তলব করলো সিবিআই।

কৌশিক মাজি নামে ওই কর্তাকে আজ সকালে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  কীভাবে এই সংস্থা ওএমআর শিট তৈরির বরাত পেল? এই দুর্নীতি হল কিভাবে? এছাড়া কোন কোন প্রভাবশালীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, তা জানতেই কৌশিক মাজিকে তলব করা হয়েছে। যদিও এই বিষয়ে কৌশিক মাজির বলেন , ‘আমি কিছু জানিনা। আমি কিছুই বলতে পারব না।’

ভিডিয়ো

Kitchen accessories online