নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছিলেন বিকাশ ভবনের চুক্তিভিত্তিক কর্মী। কিন্তু তার আড়ালেই বেআইনিভাবে বিস্ফোরক সরবরাহ করত। গত বছর বীরভূমের মহম্মদবাজারে বিস্ফোরণ কান্ডের তদন্তে নেমে এনআইএ বিকাশ ভবনের কর্মী-সহ দু'জনকে গ্রেফতার করল। অপরজনকে গ্রেফতার করা হয়েছে রানিগঞ্জ থেকে।
সম্প্রতি বীরভূমের মহম্মদবাজার থেকে উদ্ধার হয় ৮১ হাজার জিলোটিন স্টিক ও অ্যামোনিয়াম নাইট্রেট। আর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এত বিপুল বিস্ফোরক উদ্ধার হওয়ায় সরগরম হয়ে ওঠে রাজ্য। সেই ঘটনায় এবার দুই অভিযুক্তকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিং এজেন্সি। ধৃতদের মধ্যে মীর মহম্মদ নুরুজ্জামান পেশায় সফটঅ্যার ইঞ্জিনিয়ার। বিকাশ ভবনে কর্মরত সে। শনিবার সকালে নুরুজ্জামানকে বিকাশ ভবন থেকেই গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা। অপর অভিযুক্ত মিরাজুদ্দিনকে রানিগঞ্জ থেকে পাকড়াও করা হয় বলে খবর।
এনআইএ সূত্রে খবর , বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এর আগে মহম্মদবাজার থেকে রিন্টু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আর রিন্টুকে জেরা করেই উঠে আসে নুরুজ্জামান এবং মিরাজুদ্দিনের নাম। ইতিমধ্যে রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ। আর সেকারণেই, গ্রেফতারি এড়াতে বিকাশ ভাবনে সফটওয়ার ডেভেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন মীর মহম্মদ নুরুজ্জামান।
সূত্রের খবর , প্রভাবশালীদের সাহায্য নিয়েই দিনের পর দিন প্রচুর পরিমানে বিস্ফোরক সরবরাহ করে গেছে এই ২ অভিযুক্ত। সূত্রের খবর, ৮১ হাজার জিলেটিন স্টিক আর ২৭ হাজার কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট সাপ্লাই করেছিল এরা। তবে এত পরিমানে বিস্ফোরক উদ্ধারের পরও কেন তাদের এতদিন গ্রেফতার করা হয়নি তার উত্তর খুঁজছে এনআইএ আধিকারিকরা।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক