অশনি'র মোকাবিলায় হলদিয়া কোস্টগার্ডের বিশেষ কন্ট্রোল রুম

মে ০৮, ২০২২ রাত ০৯:৩৪ IST
6277e67bbb60d_haldia control room

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - 'অশনি'র ঘূর্ণিঝড়ের ভয়াবহতা আশঙ্কা করে দেশ জুড়ে সর্তকতা জারি রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পরতে পারে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। এমনকি পশ্চিমবঙ্গ সরকার রাজ্যজুড়ে কৃষকদের পাশাপাশি মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে বিভিন্ন সর্তকতা। এরই মধ্যে অশনি'র মোকাবিলায় হলদিয়া কোস্টগার্ডের পক্ষ থেকে খোলা হলো কন্ট্রোল রুম।

বঙ্গোপসাগরের উৎপাদিত ঘূর্ণিঝড় 'অশনি'র আতঙ্কে তটস্থ হয়ে রয়েছে ভারত ও বাংলাদেশের মানুষ। যদিও মৌসুমী ভবন আগেই জানিয়েছে অশনি'র পশ্চিমবঙ্গে আছড়ে পরার সম্ভাবনা কম। তবে আশঙ্কা থাকছে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টিপাতের। এমনকি ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। ইতিমধ্যেই কৃষকদের জন্য নবান্ন জারি করেছে ৬ দফার সতর্কতা। এবার কৃষকদের পাশাপাশি সর্তকতা জারি হল মৎস্যজীবীদের জন্য।আর তাদের উদ্দেশ্যেই হলদিয়া কোস্টগার্ডের পক্ষ থেকে খোলা হলো কন্ট্রোল রুম।

ইতিমধ্যেই হলদিয়া কোস্টগার্ডের কন্ট্রোল রুম থেকে সতর্ক করা হচ্ছে নদী ও সমুদ্রের তটে থাকা মৎস্যজীবীদের। এমনকি সাগরের মাছ ধরতে যাওয়ার জন্য নৌকার চালকদেরও সতর্ক করা হচ্ছে। গত ৬ ই মে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও এই কন্ট্রোল রুমের মাধ্যমে নজর রাখা হবে ক্ষয়ক্ষতি ও ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর।

ভিডিয়ো

Kitchen accessories online