নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – দেখতে দেখতে কেটে গেল প্রায় ২২ বছর। সেদিনের ‘অষ্টাদশী', ‘মিস ওয়ার্ল্ড’ আজ প্রায় চল্লিশের কোঠায়। নিজের ১৮ বছর বয়সের বিকিনি পরিহিত ছবি এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২২ বছর আগের লুকে মুগ্ধ নেটদুনিয়া।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়া কালো-বাদামির রংয়ের বিকিনি, কপালে কালো টিপ, হাতে কালো চুড়ি পরে আছেন। তার এই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রণবীর সিং, পরিণীতা চোপড়া সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী।
‘হট লুকে’ প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে মুগ্ধ স্বামী নিক জোনাস। ২২ বছর আগের প্রিয়াঙ্কার ওই লুকের ছবি ২০০০ সালের। তখন নিকের বয়স মাত্র ৮ বছর। উল্লেখ্য, সবে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্য়মে পেয়েছেন মাতৃত্বের স্বাদ। মেয়ের নাম রেখেছেন মালতী মেরি চোপড়া জোনাস।