নিজস্ব প্রতিনিধি , হুগলী - কয়েকদিন আগেই সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ মন্তব্যে করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। যা নিয়ে শুরু হয় রীতিমতো রাজনৈতিক তরজা।আর এর রেশ কাটতে না কাটতেই স্কুলের পোশাক বিতর্কে অবিভাবককে ধমক দিয়ে আরও বিতর্ক বাড়িয়ে দিলেন বিধায়ক অসিত মজুমদার।এরপরেই এদিন অসিত মজুমদারের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে চুঁচুড়া থানা ঘেরাও করে বিজেপি।আর তাতেই এদিন থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পরে।
শনিবার, হুগলী গার্লস স্কুলের পরিচালন সমিতির সঙ্গে অবিভাবকদের মিটিং ডাকা হয়। উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি, তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অনুষ্ঠানের নাম দেওয়া হয়, মুখোমুখি বিধায়ক। সেখানেই এক অবিভাবিকা সরকারের দেওয়া স্কুলের পোশাক নিয়ে প্রশ্ন তুলতেই, রেগে আগুন হয়ে ওঠেন তৃণমূল বিধায়ক।আর তারপরেই তিনি ওই অবিভাবককে ধমক দেন।
এই ঘটনার পরই এদিন মিছিল করে গিয়ে থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মীরা। আর এতে চুঁচুড়ার থানার সামনে পুলিশ ও কর্মী সমর্থকদের হাতাহাতি হয়।আর এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে গেরুয়া শিবিরের দাবি।
অন্যদিকে, নীল-সাদা স্কুল ইউনিফর্ম বিতর্কে অভিভাবককে ধমক দেওয়ার পর ড্যামেজ কন্ট্রোলে নামলেন অসিত মজুমদার। এদিন ব্যান্ডেলের ওই সরকারি স্কুলে গিয়ে পড়ুয়া ও শিক্ষিকাদের সঙ্গে দেখা করেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক।
তারপর তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন,' ওই অবিভাবক এসে বলেন রঙ নিয়ে নয় পোশাকের মান নিয়ে বলতে চেয়েছিলেন।পোশাকের কোয়ালিটির ব্যাপারে টেন্ডার ডাকে সরকার, সেই অনুযায়ী মাল আসে। কিন্তু সেই কোয়ালিটিটা আমাদের দেখে নেওয়া উচিত ছিল। আমি এটার স্পেসিফিক অ্যাকশন নেব। ডিএমকে বলব যে এজেন্সি পোশাকের বরাদ্দ পেয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কেউ নাটক করলে, ইচ্ছে করে কাঁদলে কিছু করার নেই।'
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত