নিজস্ব প্রতিনিধি, নদীয়া - বর্ষবরনের মেতেছে গোটা দেশ। তারই আগে একাধিক অপরাধের হাতছানি। সম্প্রতি নিখোঁজ হয় শান্তিপুরের তৃনমূল নেতা। বৃহস্পতিবার তার হদিশ মিললেও, মামলার মোড় ঘুরেছে অন্য পথে। পরিবারের তরফে নিখোঁজ দাবি করা এই তৃণমূল নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করে হরিণঘাটা থানার পুলিশ।
বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে হরিণঘাটা থেকে অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মনোজ সরকারের বাড়ি শান্তিপুর থানা সংলগ্ন এলাকায়। ধৃতকে আজ কল্যানী আদালতে পেশ করা হলে, বিচারক অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের নেতা ও সভাপতি। গতকাল দুপুর থেকে অভিযুক্ত নিখোঁজ ছিল। তাই শান্তিপুর থানা ও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পরিবারের লোকেরা ও অনুগামীরা। এরপরই তদন্তে নেমে আজ অস্ত্র সহ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অনুগামীদের দাবি, বিনা কারণে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্তের স্ত্রী রিয়া সরকার বলেন, 'গতকাল আমার স্বামী নিখোঁজ হওয়ার পর, আমি থানায় অভিযোগ দায়ের করি। পরবর্তীতে আজ তাকে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়। আমাকে সকালে ফোনে বলা হয়, আমার স্বামী কল্যাণী আদালতে রয়েছে। তাকে কেনো গ্রেফতার করা হয়েছে আমি তা এখনো জানিনা। আমার এখনো মনোজের সঙ্গে কথা হয়নি। তাই সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছিনা'।
ধৃতের ভাই মনীষ সরকার বলেন, 'আমি জানতাম না যে দাদাকে গ্রেফতার করা হয়েছে। সকালে এখানকার একজন আইনজীবী আমাকে ফোন করে সম্পূর্ণ বিষয়টি বলেন। আমাদের বিশ্বাস দাদা নির্দোষ। কাল পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়, ১২টার মধ্যে দাদার খোঁজ দেওয়া হবে। দাদার বিরুদ্ধে বিগত তিন বছরের মধ্যে কোনো অভিযোগ নেই'।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড