অসুস্থ বাবার চিকিৎসার জন্য তিলে তিলে জমিয়েছিলেন ৮৯ হাজার টাকা , জালিয়াতির খপ্পরে মুহূর্তেই সব শেষ যুবকের

সেপ্টেম্বর ২৮, ২০২৩ রাত ১১:২৯ IST
6515aabde2080_20230928_214618

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ফের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা গায়েব শিলিগুড়ির এক বাসিন্দার। ব্যাঙ্ক থেকে টোল ফ্রি নম্বর থেকে ফোন আসার পরই গায়েব হয়ে যায় প্রায় ৮৯ হাজার টাকা। অসুস্থ বাবার চিকিৎসার জন্য তিলে তিলে জমিয়েছিলেন এই টাকা। ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়েছে ওই অসহায় যুবকের।

সূত্রের খবর , আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এলাকার বাসিন্দা অম্লানজ্যোতি সরকার, বেসরকারি কোম্পানির কর্মচারী। কর্মসূত্রে থাকতেন শিলিগুড়িতে। শালুগাড়াস্থিতর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ওই যুবকের। গতকাল ব্যাঙ্ক থেকে একটি টোল ফ্রি নম্বরে ফোন আসার পরেই অ্যাকাউন্ট থেকে হঠাৎ গায়েব হয়ে যায় ৮৯ হাজার টাকা। এরপরই  শিলিগুড়ি মেট্রোপলিটন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবক। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

এপ্রসঙ্গে অম্লানজ্যোতি সরকার জানান, "ব্যাঙ্ক থেকে ফোন করে বলা হয় ৮৯ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। অথচ কোনোরকম ওটিপি আমি শেয়ার করিনি। তৎক্ষণাৎ ব্যাঙ্কে জানানোর পর বলা হয়, ইউপিআই জালিয়াতির শিকার হয়েছি। সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে হবে। সেই মতো আমি অভিযোগ দায়ের করেছি। গতমাসে বাবার অসুস্থার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার জন্য একটু একটু করে জমিয়েছিলাম টাকাটা। তার মাঝেই এমন ঘটনা ঘটে গেল। বুঝতে পারছিনা কি করা উচিত।"

ভিডিয়ো

Kitchen accessories online