নিজস্ব প্রতিনিধি,দার্জিলিং - "নির্বাচনে বিমল গুরুং মূল প্রতিদ্বন্দ্বী নয়, মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি" এদিন পাহাড়ে মংপুতে এক নির্বাচনী জনসভায় এসে সংবাদমাধ্যমের সামনে এ কথায় জানালো গোর্খা মুক্তি মোর্চা ২ এর নেতা বিনয় তামাং।
পাশাপাশি তিনি এও জানান পাহাড়ে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করবে পাহাড়ের নেতারাই।তামাং বলেন,"পাহাড়ের যে ৫২ টি সমস্যা রয়েছে,আমাদের প্রার্থী বিজয়ী হলে সেই সমস্যার সমাধানের জন্য সরকারের সাথে বসে কথা বলবে।"
বলাবাহুল্য পাহাড়ের তিনটি বিধানসভা কেন্দ্র দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং এ প্রার্থী দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠী ।