"অনুপ্রবেশকারীদের জন্য আমাদের যুবকরা চাকরি পাচ্ছে না", অভিযোগ শাহের

এপ্রিল ০২, ২০২১ দুপুর ০৩:৩৮ IST
6066d7fa599ea_images (22)

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার - শুক্রবার ফের বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে, কোচবিহারের শীতলকুচির জনসভা করার পর আলিপুরদুয়ার জেলার কালচিনির জনসভায় যোগদান করেন অমিত শাহ। 

তৃণমূল নেত্রীকে তুলোধোনা করে অমিত শাহ বলেন, “দিদির গুণ্ডারা তোলাবাজি করে আর সিন্ডিকেট চালায়। যারা বিজেপি নেতা-কর্মীদের খুন করেছে তাদের জেলে পাঠানো হবে।" তিনি আরও অভিযোগ জানান, "অনুপ্রবেশকারীদের জন্য আমাদের যুবকরা চাকরি পাচ্ছে না।”  

কালচিনি জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন করেন, “এখানে এমন সরকার চাই যে মোদির হাত শক্ত করবে। প্রত্যেক ৫০ জনকে ফোন করে বলুন পদ্মে ছাপ দিতে।” 

ভিডিয়ো

Kitchen accessories online