নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - অভিনব পন্থায় প্রতারণার জাল ছড়িয়েছিল একদল সাপুড়ে , তাদের মধ্যেই মঙ্গলবার পুলিশের জলে ধরা পড়ল একজন প্রতারক।পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের বেশ কিছু প্রান্তে ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করেই ঘুরে বেড়াচ্ছিল পাঁচজন সাপুড়ের একটি দল।বাড়ির মহিলাদের ভয় দেখিয়ে টাকা হাতানোই ছিল এদের প্রধান কাজ।এহেন ওই দলের একজনকে আজ সকালে দুর্গাপুর থানার পুলিশ আটক করেছে কিছুটা স্বস্তিতে শহরবাসী।এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বেশ কিছুদিন ধরেই দুর্গাপুরের বেশ কিছু এলাকায় ঘুরে বেড়াচ্ছিল একদল সাপুড়ে , বাড়ির মহিলাদের স্বামী - সন্তানের অমঙ্গলের ভয় দেখিয়ে শিকড় বাকরের টোটকা দিয়ে হাতিয়ে নিচ্ছিল টাকা পয়সা , গয়নাগাটি সব।
আবার কোন কোন সময় বিষধর সাপ ঘরে ঢুকিয়ে দিয়ে মোটা টাকা আদায়ও করত ওই সাপুড়েরা।এদিন সকালে দুর্গাপুরের ধোবিঘাট এলাকায় সন্দেহজনক ভাবে পাঁচজন সাপুড়েকে ঘুরে বেড়াতে দেখে তাড়া করে স্থানীয় বাসিন্দারা।বাকি সবাই পালিয়ে গেলেও ধরা পরে যায় একজন।এরপরেই শুরু হয় গনপ্রহার।ঘটনার খবর পেয়েই কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর , ধৃত ওই প্রতারকের কাছ থেকে ছয়টি ভিন্ন ভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে এবং ওই পিয়ারুলকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।ধৃত অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি এই ব্যাপারে কিছুই জানেন না , তিনি শুধুমাত্র রোজগারের দায়ে শহরে গিয়ে সাপের খেলা দেখান , গ্রামবাসীরা তাকে মারধর করেছেন এবং তার ফোন কেড়ে নিয়েছে বলেও অভিযোগ করে ধৃত।
অন্যদিকে শহরের সর্প প্রেমীদের দাবি এই ভুয়ো সাপুড়ে প্রতারকদের কঠিনতম শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন।ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে এবং অবলা প্রাণীদের ব্যবহার করে এভাবে দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকিয়েছে তারা , তাই তাদের কঠিন শাস্তির দাবি জানানো হয়েছে।
দুর্গাপুর বন দফতরের আধিকারিক শঙ্কর দেবনাথ এই সাপুড়ে দলের প্রতারণার কথা স্বীকার করে নিয়ে বলেছেন গ্রামগঞ্জের সাধারণ মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে এই প্রতারণা চক্র চালাচ্ছিল তারা।তিনি আশ্বস্ত করেছেন আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।
সিওএর অন্যতম সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায়
ভাইচুংয়ের কথাতেই সায় দিলেন মেহতাব হোসেন
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির