নিজস্ব প্রতিনিধি , মুম্বই - হিন্দি ইন্ডাস্ট্রির লোকপ্রিয় অভিনেতা দিলীপ তাহিল । তার কর্মজীবন তিনি প্রায় একশোটিরও বেশি সিনেমা বিনোদন জগতকে উপহার দিয়েছেন । সম্প্রতি জনপ্রিয় এই অভিনেতার ওপর ওঠা গুরুতর অভিযোগে উত্তাল সোশ্যাল মিডিয়া । অবশেষে দিলীপ তার বিরুদ্ধে ওঠা গম্ভীর অভিযোগের প্রতিবাদে সরব হলেন।
দিলীপ তাহিল বিনোদন জগতের খ্যাতনামা অভিনেতাদের মধ্যে একজন । তিনি বলিউডে প্রায় ১০০ টিরও বেশি ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটেছেন । তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে বাজিগর , রাজা হাম হে রাহি পেয়ার কে , কেয়ামত সে কেয়ামত তাক , কাহনা পেয়ার হে , আজনাবি , রক অন , রাওয়ান , ভাগ মিলখা ভাগ ও মিশন মঙ্গল অন্যতম । তাঁকে সর্বশেষ মালহোত্রা সিজন ২ সিনেমাটিতে দেখা গিয়েছিলো।
সম্প্রতি এই বিশিষ্ট অভিনেতা দিলীপ তাহিলকে কেন্দ্র করেই একটি ঘটনার কথা চারিদিকে মুখরিত হচ্ছিল। প্রতিবেদনেটির দাবি অনুযায়ী
আঁখরি রাস্তা সিনেমাটি চলাকালীন সেটে অভিনেত্রী জয়া প্রদা একটি ধর্ষণ দৃশ্যের সময় তাকে চড় মারে । কে ভাগ্যরাজ পরিচালিত আঁখরি রাস্তা সিনেমাটিতে জয়া প্রদা ও দিলীপের পাশাপাশি অমিতাভ বচ্চন, শ্রীদেবী এবং অনুপম খেরও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।
প্রতিবেদনেটি অনুযায়ী দিলীপের বিরুদ্ধে দাবি , ছবিটির শ্যুটিং চলাকালীন জয়ার সঙ্গে একটি দৃশ্যে দিলীপকে অভিনয় করতে বলা হয়েছিল । কিন্তু অভিনেতা প্রাথমিকভাবে এটিকে প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে তাকে তার ক্যারিয়ার সম্পর্কে হুমকি দেওয়াতে তিনি রাজি হয়ে যান ।
সেইসঙ্গে অভিনেতাকে এও বলা হয়েছিলো অভিনেত্রী জয়া প্রদা তাকে দৃশ্যটির জন্যও সম্মতি প্রদান করেছেন । মূলত এই কারণেই দিলীপ দৃশ্যটির জন্যও হ্যাঁ বলেছেন দেন । পরবর্তীতে দিলীপ যখন দৃষ্টির জন্যও প্রস্তুতি নিতে যায় তখন জয়া তাকে থাপ্পড় মেরে সেই জায়গাটি ছেড়ে চলে গিয়েছিলেন।
ঘটনাটির পরিপ্রেক্ষিতে সমাজমাধ্যম জুড়ে কয়েকদিন যাবৎ চরম জলঘোলা হচ্ছিল । অবশেষে সদ্য এক সাক্ষাৎকারে অভিনেতা দিলীপ তাহিল বিষয়টি সম্পর্কে প্রকাশ্যে মুখ খুললেন । তিনি জানিয়েছেন,'তিনি বেশ কিছুটা সময় ধরেই লক্ষ্য করছেন যে তার ও অভিনেত্রী জয়া প্রদা সম্পর্কিত কিছু কুৎসা রটানো হচ্ছে । যেখানে বলা হচ্ছে তাকে জয়া প্রদার সঙ্গে একটি ধর্ষণের দৃশ্যতে অভিনয়ের সময়ে তিনি তার সীমা লঙ্ঘন করলে তাকে অভিনেত্রী চড় মেরে ছিলেন । কয়েকদিন যাবৎ এই খবরটি ক্রমাগত তার গুগল সতর্কতায় আসতেই থাকছে যা যথেষ্ট বিরক্তিকর'।
কালজয়ী এই অভিনেতা আরও জানিয়েছেন , "যে তিনি আজও পর্যন্ত অভিনেত্রী জয়া প্রদাজির সঙ্গে কোনদিনও স্ক্রিন স্পেস শেয়ার করেননি । তিনি বরাবরই তার সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন কিন্তু কখনও সুযোগ পাননি , তাই এরকম কোনও দৃশ্যের শ্যুটিংও হয়নি । তিনি সেইসঙ্গে জানান যে , তার বিরুদ্ধে যে সমস্ত লোকজন এইসব বিষয় নিয়ে লেখালেখি করছেন তার তাদের বিরুদ্ধে কোনোরকম ক্ষোভ নেই।
তিনি শুধুমাত্র এটাই চান , যেই দৃশ্যের উল্লেখ বারংবার করা হয়েছে সেটাই যেন তাকে একবারের জন্য হলেও দেখানো হয় । আজ কালকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে এসে বহু মানুষ তাদের মনোরঞ্জনের অনেক রকম গল্পই বানিয়ে থাকেন যা কখনও বাস্তবে ঘটেই নি।
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
নিলর্জ্জ , বিপর্যয়ের সময় মুখে হাসি থাকে কি করে , দিব্যাঙ্কাকে তীব্র কটাক্ষ নেটিজেনদের
জীবনের শেষ দিন পর্যন্ত নারীত্বের জয়গানকে রুপোলি পর্দায় তুলে ধরার চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রদীপ সরকার
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত
প্রথমবার একসঙ্গে একটি ফটোশ্যুটে অংশ নিলেন জয়া-স্বস্তিকা
আরো কিছু মাইল দূরে হেঁটে যাও , সেখানে কখনও ভিড় হয় না , একাকীত্বের বার্তা মীনাক্ষির
মৃত্যুকালে বাঙালি পরিচালক প্রদীপ সরকারের বয়স হয়েছিল ৬৭ বছর
জেনে নিন অনিয়মিত পিরিয়ড রুখতে কোন কোন যোগাসন করবেন
বাবার অনুপস্থিতির সুযোগে গায়েব লক্ষাধিক টাকা
ইডি-সিবিআইয়ের ডাক ছাড়াই ৫০ বছর পর , অনেক সুন্দর জীবন কাটাচ্ছি , দাবি শ্রীলেখার
প্রত্যেকেরই জীবনের গল্প থাকে , হয়ত তারা সেগুলি প্রকাশ্যে বলেন না , আমি বলছি , যাতে সেটা থেকে কেউ শিখতে পারেন , দাবি অভিনেত্রীর
টি আর পির দশম স্থানে এক্কা দোক্কা
সলমন খানের কলকাতার শো স্থগিত হয়ে গেলও বাতিল হয়নি , দাবি অর্গানাইজারদের
ডাক্তার হতে চেয়ে পরীক্ষায় ফেল , সিদ্ধান্ত বদল করে বলিউডে ১৬ বছর বয়সে পা রেখেছিলেন কঙ্গনা
গায়ক মাইলি সাইরাসের সঙ্গে অবন্তিকা মালিকের ইনস্টা স্টোরি ঘিরে তীব্র জল্পনা