নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - আর মাত্র সপ্তাহের অপেক্ষা। তারপরেই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট। নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই কোমর বেঁধে প্রচার শুরু করেছে তৃণমূল। তবে উত্তরবঙ্গে প্রচারে গিয়ে আহত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে একই দলের গড় সামলাচ্ছেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরমধ্যেই এদিন ফালাকাটায় নির্বাচনী সভা করলেন তিনি।
এদিন আলিপুরদুয়ারের ফালাকাটায় ভরা জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন , "এত ইডি সিবিআই লাগিয়েছে। তিন বছরে রোজ ইডি-সিবিআই নোটিশ দিয়েছে। আমাদের মেরুদন্ড সোজা। গলা কাটলেও জয় বাংলা বেরবে। আগামী দিন যত কেন্দ্রীয় বাহিনী থাকুক, ভোট ওরা দেয় না। ভোট মানুষ দেয়। নির্বাচন শেষের পর বৃৃহত্তর লড়াই শুরু।প্রধানমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে বদ্ধ পরিকর। উনি নাকি গ্যারেন্টার। আর তার প্রোডাকটের নাম জন বার্লা। বাড়ি দেখেছেন? শুভেন্দু অধিকারীকে টিভির পর্দায় টাকা নিতে দেখেছেন? প্রধানমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
এদিকে এর আগে জন বার্লাকে কেউ চিনত? আপনারা ভোট দিয়েছেন ধর্মের নামে। কেউ নিজেদের অধিকারের জন্য ভোট দেননি। সত্যি কথা শুনতে খারাপ লাগে। আগামী পঞ্চায়েতে ধর্মের নামে নয়, অধিকারের নামে ভোট দিন। ২০১৯ সালের পর প্রায় চার বছর হয়েছে। এই কয়েকটি বছরে জন বার্লা একটি বৈঠক করেছে? রাস্তা, জল করে দিয়েছে। বা তার সাহায্যে কোনও বৈঠক করেছে ?কী করব বলুন? পায়ে ধরো না দিল্লি চলো।
এদিকে প্রধানমন্ত্রীকে তোপ দেখে অভিষেক বলেন , “ প্রধানমন্ত্রী ভাবছেন আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছি। যখন যা চাইব তাই করব। মানুষ চাইলে ওনাকে নামিয়ে আনতে পারে। এটাই ক্ষমতা। আচ্ছে দিন ওদের এসেছে। আমাদের সাংসদদের প্রতিনিধি দল গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। উনি দফতরে থাকার পরও দেখা করেননি। কারণ প্রশ্নের জবাব নেই। এখন দুটো রাস্তা। প্রথম রাস্তা হল অনেক অনুরোধ করেছি তার ফল পাইনি। দ্বিতীয় হল, এখন নরেন্দ্র মোদির পায়ে ধরা। বাংলার টাকা তুমি ছাড়। বিজেপি নেতাদের সঙ্গে ভিক্ষা করা। আর নয়ত, ১০ লক্ষ মানুষ গিয়ে টাকা ছিনিয়ে আনা”।
এদিকে বিজেপি ও তৃণমূলের ক্রিয়া-কলাপের তুলনা করে অভিষেক বলেন , " বিজেপি ৯ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুক। আমি ১২ বছরের উন্নয়ের রিপোর্ট কার্ড নিয়ে যাব। জায়গা বিজেপি ঠিক করুক। জনমুখীপ্রকল্পের নিরিখে লড়াই হবে। এক ঘণ্টায় ভোটকাট্টা করে দেব। ৬৭টি বন্ধ চা বাগান খুলেছে। সিপিএমের সময়ের থেকে দৈনিক মজুরি বেড়েছে।আমি দুমাস ঘর পরিবার ছেড়ে রাস্তায় থেকেছি। ৮ই জুলাই মাথা উঁচু করে ভোট দেবেন। আচ্ছে দিন আসেনি। তেলের দাম বেড়েছে। আর তৃণমূল এখানে না জিতলেও চা শ্রমিকদের স্বার্থে লড়েছে।আপনারা যাদের নির্বাচন করেছেন সেই বিজেপি সংসদ, বিধায়করা দিল্লিতে গিয়ে বলে টাকা বন্ধ করে দাও। পঞ্চায়েতের পর দিল্লি যাব। আন্দোলন করব"।
আবারও ১০০ দিনের টাকা তুলে ধরে অভিষেক বলেন , " এই জেলায় প্রচুর মানুষের জীবিকা একশো দিনের কাজের উপর নির্ভরশীল। প্রায় ছয় লক্ষ মানুষ যুক্ত এই কাজের সঙ্গে। নরেন্দ্র মোদি সরকার সেই টাকা বন্ধ করেছে। বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন।মোদি বাংলায় হেরে আবাস যোজনার টাকা বন্ধ করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় হেরেও টাকা দিচ্ছে। এটা পার্থক্য।
এখানে পাঁচটি বিধানসভা রয়েছে। এই জেলার প্রতিটি মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পান। এখানে কোনও তৃণমূলের প্রার্থী জেতেনি। কিন্তু কোনও মহিলা বলতে পারবে না তারা লক্ষ্মীর ভাণ্ডার পাননি"।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে