নিজস্ব প্রতিনিধি , ঝাড়্গ্রাম - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ৪৮ ঘণ্টার ডেডলাইন পেরোনোর আগেই শালবনির ঘটনায় তৎপর হলো পুলিশ। অভিষেকের কনভয়ে হামলা ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় ঝাড়গ্রাম জেলার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল। ইতিমধ্যেই ৪ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্টের মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
এই নিয়ে ঝাড়গ্রামের লোধাশুলির সভার মঞ্চ থেকে অভিষেক বলেন, ‘আপনারা দেখেছেন, আমি আসার সময়ে কীভাবে কুড়মি আন্দোলনের নাম করে, কিছু লোক, বর্বরতা ও হিংসার পরিবেশ সৃষ্টি করেছে। এই বীরবাহা হাঁসদা এখানে বসে আছেন, একজন এসটি মেয়ে, রাজ্যের মন্ত্রী, তাঁর কনভয়ে হামলা করেছে। সংবাদমাধ্যমের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এ কীসের আন্দোলন! আন্দোলন সবসময় শান্তিপূর্ণ হয়। আন্দোলনের নামে গুণ্ডামি, রাহাজানি, মস্তানি কোনওদিন হয় না’।
এই নিয়ে অভিষেক হুঁশিয়ারি দিয়েছিলেন , ৪৮ ঘণ্টার মধ্যে কুড়মিদের মুখ খুলতে হবে। না হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। এর প্রেক্ষিতে অভিষেকের কনভয়ে হামলা ও মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় এদিন আটক করা হল ৪ জনকে।
এ নিয়ে আজ সকাল হতেই অভিষেককে পাল্টা জবাব দিলীপ ঘোষ । দিলীপ ঘোষের কথায় , ‘‘এই ধরনের হিংসার রাজনীতি আমরা পছন্দ করি না। আমি ব্যক্তিগত ভাবেও চাই না। কিন্তু বৃহস্পতিবারই তো অভিষেক আমার বাড়ি ঘেরাওয়ে মদত দেবেন বলে ঘোষণা করেছিলেন। আজ তিনি নিজে নিশ্চয়ই বুঝতে পারছেন, উস্কানি দিলে কী পরিণতি হতে পারে। তবে রাতের বেলা জঙ্গলমহল এলাকায় যাওয়ার কি উদ্দেশ্য ছিল, অভিষেক যতই হুঁশিয়ারি দিক অবশেষে তো ভিজে বিড়ালের মতোই পালিয়ে এসেছে।
যদিও এই নিয়ে বিজেপির নেতা সুকান্ত মজুমদার বলেছেন ,"আমরা হিংসাকে কখনোই সমর্থন করি না, এভাবে দিনের পর দিন যদি ঘাঘর ঘেরা করা হয়, বারংবার আন্দোলনে নামা হয়, তবে কখনোই এর সমাধান বের হবে না। তাই রাজ্য সরকারের উচিত সমগ্র শ্রেণীর মানুষদের একত্রিত করে একটি বৈঠক বসে সুসম্পন্নভাবে তার সমাধান করা।
প্রসঙ্গত , গতকাল শালবনিতে অভিষেকের নবজোয়ার যাত্রায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙে। একাধিক গাড়িতে ইটবৃষ্টি হয়। পরপর গাড়ি ভাঙচুরের পাশাপাশি, তৃণমূল কর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে।
এছাড়াও ছুড়ে মারা হয় তৃণমূলের পতাকা। ওঠে চোর চোর স্লোগান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পেরিয়ে যেতেই শুরু হয় ইটবৃষ্টি। কুড়মিদের দাবি, এর আগে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া-সহ একাধিক জন প্রতিনিধির পথ আটকে দাবি পেশ করা হয়েছে।
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি