নিজস্ব প্রতিনিধি, দোহা – গঞ্জালো রামোস। বয়স ২১ বছর ৫ মাস ১৬ দিন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পরিবর্তে তাকে মাঠে নামিয়ে ছিলেন পর্তুগালের কোচ। অভিষেক ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিলেন। রামোস অসাধারণ স্কিল দেখিয়ে হ্যাটট্রিক করে মন জিতে নিলেন সকলের। লুসাইল স্টেডিয়ামে সুইসদের নিয়ে যেন ছেলে খেলা করল পর্তুগাল। ৬-১ ব্যবধানে জয় পেল তারা। শেষ আটে নিশ্চিত করে ফেলল পর্তুগাল। বিশ্বকাপ থেকে বিদায় নিল সুইসরা।
প্রথমার্ধের শুরু থেকেই মাঠের মধ্যে আধিপত্য বিস্তার করতে থাকে পর্তুগাল। একের পর এক আক্রমণ করে সুইৎজারল্যান্ডের রক্ষণ নড়বড়ে করে দেওয়ার চেষ্টা করছিল পর্তুগিজরা। কিন্তু খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে ১৭ মিনিটের মাথায় সুইস গোলরক্ষককে পরাস্ত করে অসাধারণ গোল করে দলকে এগিয়ে দেন গঞ্জালো রামোস। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পরিবর্ত হিসেবে তাকে নামানো হয়েছিল। রামোসের বয়স মাত্র ২১।
এবারের বিশ্বকাপে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছে গঞ্জালো রামোসের। অভিষেকেই নিজেকে দারুণ ভাবে মেলে ধরলেন। নজর কাড়লেন পর্তুগালের কোচ সহ ফুটবল বিশ্বের। ৩০ মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পেয়ে যায় সুইৎজারল্যান্ড। বাঁ-পায়ে জোরালো শট মারেন জিহার্দান শাকিরি। তবে বল পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তার হাতে লাগায় কর্নার পায় সুইসরা। যদিও সেখান থেকেও গোল করতে ব্যর্থ তারা।
একাধিক আক্রমণ করতে থাকে পর্তুগিজরা। ৩৩ মিনিট নাগাদ কর্নার পায় তারা। কর্নার থেকে কিক করেন ব্রুনো ফার্নান্ডেজ। তা সঠিক সময়ে জাম্প এবং বুলেটের মতো হেডে গোল করে ব্যবধান বাড়ান পেপে। এটাই তার শেষ বিশ্বকাপ। বয়স ৩৯। তার গোল দেখে কেউ বলবে না, যে পেপের বয়স হয়েছে। তিনি আবারও প্রমাণ করে দিলেন বয়স একটা সংখ্যা মাত্র। প্রথমার্ধে গোলের খাতা খুলতে ব্যর্থ সুইসরা। প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে পর্তুগাল।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফের আক্রমণে যায় পর্তুগাল। ৫১ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন গঞ্জালো রামোস। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পরিবর্তে তাকে নামিয়ে যে কোচ ভুল করেননি, তা প্রমাণ করে দিলেন দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে। এর ঠিক ৪ মিনিটের মধ্যেই অর্থাৎ, ৫৫ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে গতি বাড়িয়ে বক্সে ঢোকেন রাফায়েল গুয়েরেরো। বাঁ পায়ের জোরালো শটে গোল করে আরও ব্যবধান বাড়িয়ে দেন তিনি।
তখন বেশ চাপে পরে যায় সুইৎজারল্যান্ড। ৫৮ মিনিটে কর্নার থেকে সতীর্থের মাথায় লেগে বল আসে ম্যানুয়েল আকাঞ্জির সামনে। বাঁ পায়ের টোকায় বল জালে জড়াতে ভুল করেননি তিনি। ব্যবধান কিছুটা কমান আকাঞ্জি। কিছুটা স্বস্তি পায় সুইস সমর্থকরা। ১৯৫৪ সালের পর এই প্রথমবার বিশ্বকাপের নকআউটে গোল করল সুইৎজারল্যান্ড। ৬৭ মিনিটে বক্সের মধ্যে গঞ্জালো রামোসের দিকে বল বাড়ান ফের্নান্দেস। সুইস গোলরক্ষকের মাথায় উপর দিয়ে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক করেন রামোস।
৭৩ মিনিটের মাথায় গঞ্জালো রামোসকে তুলে নেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। অবশেষে মাঠে নামানো হয় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। আক্রমণ চলতেই থাকে পর্তুগিজদের। অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিট) ডান পায়ের দুরন্ত গোল করে সুইৎজারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রাফায়েল লিয়াও। আর গোল পরিশোধ করতে ব্যর্থ সুইৎজারল্যান্ড। স্কোরলাইন ৬-১। হাসি ভরা মুখ নিয়ে গ্যালারি ছাড়ল পর্তুগালের সমর্থকরা।
ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র
একইমঞ্চে বিজেপি থেকেও সিপিএমে যোগ একাধিক কর্মীর
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস
মৃত্যুকালে পারভেজ মুসারফের বয়স হয়েছিল ৭৯ বছর