নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া – গত শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুথস্তরে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। এই মন্তব্যের জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হেয়ার স্ট্রিট থানায় মমতা ও অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এবার অভিষেকের এই কর্মসূচি নিয়ে পাল্টা হুঙ্কার দিলেন বাঁকুড়ার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা।
আজ ওন্দার রামসাগরে দলের বিজয় মিছিলে অংশ নেয় বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সেখানে পথসভায় বক্তব্য রাখেন অমরনাথ। সেখানে তিনি তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন। উল্লেখ্য একুশের সভামঞ্চ থেকে বিজেপি নেতা-নেত্রীদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ অগাস্ট ৮ ঘণ্টার জন্য বুথ থেকে ব্লক স্তরে সমস্ত গেরুয়া শিবিরের নেতাদের বাড়ি ঘেরাওয়ের জন্য তৃণমূল কর্মী-সমর্থদের ডাক দেন তিনি। সেই প্রেক্ষিতেই হুঁশিয়ারি মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ।
অমরনাথ শাখা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের ঘর ঘিরতে আসার আগে শরীরের বিমা করিয়ে আসবেন। কার্যকর্তাদের বলব বিছুটি পাতা নিয়ে তৈরি থাকবেন। ভ্যানও রেডি রাখবেন। ওরা বেশি বাড়াবাড়ি করলে এমন ব্যবস্থা করতে হবে যাতে দুই পায়ে এলে চার পায়ে কাঁধে চেপে বাড়ি ফিরতে হয়।তৃণমূল নেতারা যেখানেই ঘেরাও করবেন, শেষ পরিণতি এটাই হবে” এই হুঙ্কার নিয়ে শোরগোল পরে গিয়েছে রাজনৈতিক মহলে।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান