নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু - এবার সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত এক বড়ো চক্রের পর্দা ফাঁস করলো বেঙ্গালুরু পুলিশ। দুষ্কৃতী চক্রের সঙ্গে জড়িত ৬ জনকে দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে প্রায় ৮৫৪ কোটি টাকার আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত তারা। বিভিন্ন ইনভেস্টমেন্ট স্কিমের নাম করে এই সাইবার প্রতারণা চক্রটি দেশজুড়ে তাদের ফাঁদ পেতে ছিল। বিষয়টি অনেকদিন ফলো করার পর অবশেষে তাদেরকে আটক করলো পুলিশ। তদন্ত করার পর তাদের থেকে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, যে ৬ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় জানা গেছে, তারা প্রত্যেকেই বেঙ্গালুরুর বাসিন্দা। তারা হলেন মনোজ, পনিন্দ্র, চক্রধর, শ্রীনিবাস, সোমশেখর ও বসন্ত। এছাড়াও এই চক্রের সঙ্গে আরও ৩ জন ব্যক্তি যুক্ত আছে। তাদের খোঁজ পাওয়া যায়নি তবে তারাই এই প্রতারণার মাথা বলে জানা গেছে। এই অভিযুক্তদেরও চিহ্নিত করা হয়েছে, তাদের ধরার চেষ্টা চলছে। ধৃতদের থেকে প্রতারণার ৫ কোটি টাকা উদ্ধার হয়েছে। বেঙ্গালুরুতেই প্ৰায় ৪৯ লক্ষ টাকার জালিয়াতি করেছিল এই চক্রটি।
পুলিশি তদন্তে আরও জানা গেছে, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করে এই প্রতারণার জাল ছড়িয়েছিল। প্রথমে বিনিয়োগকারীদের বলা হত হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে বিনিয়োগ করতে। এর বদলে বিনিয়োগকারীরা দৈনিক হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে বলে প্রলোভন দেখানো হতো। চটজলদি এই অর্থ লাভের লোভেই এই প্রতারণা চক্রের ফাঁদে পা দেন হাজার হাজার মানুষ। কেউ কেউ ১ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্তও বিনিয়োগ করেন।