একাই ভোটের ময়দানে লড়বে ওয়াইসির দল

মার্চ ২২, ২০২১ দুপুর ০৪:৪৭ IST
60587c4367dad_WhatsApp Image 2021-03-22 at 16.40.22

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ- গোটা রাজ্য নয় শুধুমাত্র  মুর্শিদাবাদ থেকেই লড়বে আসাউদ্দিন ওয়াইসির AIMIM বা মিম। মিমের পর্যবেক্ষক আসাদুল্লাহ শেখ জানিয়েছেন, জেলার ২২ টি আসনের মধ্যে ১৩ টিতে প্রার্থী দেবে মিম। এ ছাড়া রাজ্যের আর কোনও জেলাতেই প্রার্থী দেবে না তারা। মুর্শিদাবাদের যে আসনগুলি সংখ্যালঘু এবং দলের সংগঠন তুলনামূলক ভাবে ভালো, সেই আসনগুলিতেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আসাউদ্দিন ওয়াইসির দল। 

প্রসঙ্গত, বিহারের নির্বাচনে ভালো ফল করার পর বাংলাতেও প্রায় সব আসনেই প্রার্থী দেওয়া হবে বলে প্রথমে দাবি করেছিল রাজ্যের মিম নেতৃত্ব। আব্বাস সিদ্দিকির সঙ্গে ওয়াইসির মুখোমুখি আলোচনার পর দুই দলের জোট বাঁধার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু আব্বাস বাম কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার ফলে একা লড়াই করা ছাড়া উপায় ছিল না মিম নেতৃত্বের। আর দলের সংগঠন যেহেতু মজবুত নয় তাই গোটা রাজ্য নয় মুর্শিদাবাদেই লড়ছে দল। তাদের লক্ষ্য অল্প আসনে প্রার্থী দিয়ে ভালো ফল করা। অবশ্য দলের এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন অন্যান্য মিম নেতারা। অনেকে দল ছেড়েছেন বলেও জানা গেছে।   

ভিডিয়ো

Kitchen accessories online