নিজস্ব প্রতিনিধি, মেলবোর্ন - অ্যাসেজের তৃতীয় টেস্টও দাপটের সঙ্গে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট জিতে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা। অ্যাসেজে টানা এই ব্যর্থতার কারণে জো রুটের উপর ক্ষোভে ফেটে পড়লেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জিওফ্রে বয়কট।
বয়কট এক কলামে লিখেছেন, ‘অস্ট্রেলিয়া এই মুহূর্তে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এবং আমাদের অ্যাসেজ হাতছাড়া হয়ে গিয়েছে। এখনও কি রুট দয়া করে বলা বন্ধ করবে, যে অস্ট্রেলিয়া আমাদের থেকে বেশি ভালো দল নয়? আজব দুনিয়ায় ও থাকতেই পারে, তবে আমরা বাচ্চা নই। যদি সত্যিই ও যেটা বলে, সেটাই বিশ্বাস করে থাকে, তাহলে ওর ইংল্যান্ডের ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সময় এসে গিয়েছে’।
তিনি আরও বলেছেন, ‘আমরা সবাই সত্যি ঘটনাগুলো দেখতে পাচ্ছি। জো রুট শুধু এটা দেখতে চাইছে না। ইংল্যান্ড ব্যাট করতে পারে না। আমাদের বোলিংও অত্যন্ত সাধারণ মানের। প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ টি টেস্টে মাত্র দুটি জিতেছে জো এবং নটি ম্যাচে হেরেছে। কেউই অধিনায়কত্ব ছাড়তে চায় না। এটা শুধু জো-এর ব্যাপারে নয়। ছেলেদের ভালো পারফর্ম করাটাই আসল।”
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী
দেশের হয়ে বিদেশের মাটিতে ফুটবল খেলবেন তাঁরা
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে
জস হ্যান্ডির বলে হতবাক ক্রিকেট বিশেষজ্ঞরা
অর্থ বিনিয়োগ করছেন সত্য নাদেল্লা ও শান্তনু নারায়ণ
আগামী ৬ ই জুন থেকে শুরু রঞ্জির নকআউট পর্ব
বৃষ্টির ফলে ব্যাঘাত ঘটতে পারে গুজরাত-রাজস্থান ম্যাচ
রায়গঞ্জ যোগা অ্যাকাডেমি থেকে অংশ নেন মোট ২৭ জন শিক্ষার্থী
ভারত - ২
জাপান - ৫