সন্তোষ মিত্র স্কোয়ার (লেবুতলা পার্ক)
ভাস্কর মুখার্জি,
সন্তোষ মিত্র স্কোয়ার, দুর্গাপুজোর দিনগুলিতে এই নামটি প্রত্যেক বাঙ্গালির কাছে খুবই জনপ্রিয়। সন্তোষ মিত্র স্কোয়ার -এর এই পুজোটি এইবছর ৮৮তম বর্ষে পদার্পণ করল।
আমরা সবাই জানি অযোধ্যার আসল রামমন্দিরের উদ্বোধন হওয়ার কথা আগামি বছর জানুয়ারি মাসে। তার আগেই এই মন্দিরটির আদলে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপটি।
স্বয়ং কেন্দীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় আমিত শাহ মহাশয় এই পুজোটির উদ্বোধন করেছেন। পুজোটি দেখতে মানুষের ঢল নেমে পরেছে এই মণ্ডপে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।