অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার -এর এই পুজো

অক্টোবর ২১, ২০২৩ দুপুর ০৪:২২ IST
6533ace605c29_IMG-20231021-WA0002

সন্তোষ মিত্র স্কোয়ার (লেবুতলা পার্ক)
ভাস্কর মুখার্জি, 
সন্তোষ মিত্র স্কোয়ার, দুর্গাপুজোর দিনগুলিতে এই নামটি প্রত্যেক বাঙ্গালির কাছে খুবই জনপ্রিয়। সন্তোষ মিত্র স্কোয়ার -এর এই পুজোটি এইবছর ৮৮তম বর্ষে পদার্পণ করল।

 আমরা সবাই জানি অযোধ্যার আসল রামমন্দিরের উদ্বোধন হওয়ার কথা আগামি বছর জানুয়ারি মাসে। তার আগেই এই মন্দিরটির আদলে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপটি।

 স্বয়ং কেন্দীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় আমিত শাহ মহাশয় এই পুজোটির উদ্বোধন করেছেন। পুজোটি দেখতে মানুষের ঢল নেমে পরেছে এই মণ্ডপে।

ভিডিয়ো

Kitchen accessories online