নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পাচারকারীকে পাকড়াও করতে গিয়ে বিএসএফের উপর হামলা।আহত হয়েছেন চারজন বিএসএফ জওয়ান। লাঠি পাথর নিয়ে বিএসএফের উপর হামলা করা হয়।এই ঘটনাটি ঘটেছে বাগদার নওদা পাড়ায়। এক পাচারকারীকে ধরতে গিয়েছিলেন বিএসএফের জওয়ানরা। আর অভিযুক্তকে গ্রেফতার করে আনার পথেই মামা ভাগিনা এলাকায় তাদের উপর হামলা চালানো হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গেছে , গত শুক্রবার রাত ১০টা নাগাদ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ৬৮তম বাহিনীর সীমা চৌকি মামাভাগিনার জওয়ানরা নওদাপাড়া গ্রামে হানা দেয়। বিএসএফ গোপন সূত্রে খবর পান, গ্রামের আলমগীর মণ্ডল, সুখদেব মণ্ডল, সুকুমার ও পবিত্রার বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল রয়েছে। তারা সেইগুলি বাংলাদেশে পাচারের ছক রয়েছে।
এই খবর পাওয়া মাত্রই বাগদা থানাকে জানিয়ে গ্রামে অভিযান চালায় বিএসএফ। গ্রামবাসীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আলমগীর মণ্ডলের বাড়ি থেকে ৪৩ কেজি গাঁজা ও ৩৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করে তারা। আটক করা হয় আলমগীরকে।
এরপরই তাকে গ্রাম থেকে বর্ডার আউটপোস্টের দিকে নিয়ে আসা হচ্ছিল। সেই সময় লাঠি, পাথর নিয়ে বিএসএফের জওয়ানদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এরপর বিএসএফ পালটা প্রতিরোধ করেন। তখনই পালিয়ে যায় দুষ্কৃতীরা। অনুমান, হামলাকারীরা আলমগীরের সঙ্গী।
এদিকে দুষ্কৃতীরা মামা-ভাগিনা বর্ডার আউটপোস্টেও হামলা চালায়। সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। এদিকে জখম জওয়ানদের বাগদা হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থার অবনতি হওয়াতে তাকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়।এই গন্ডগোলের খবর পেয়ে বাগদা থানার বিশাল পুলিশ বাহিনী ও বিএসএফের বাহিনী ঘটনাস্থলে যায়। তারাই আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। এদিকে ধৃতকে ছাড়িয়ে নিয়ে যেতে বর্ডার আউটপোস্টেও হামলা চালায় দুষ্কৃতীরা। এর জেরে চরম উদ্বেগ ছড়িয়েছে।
তবে শেষ পর্যন্ত পুলিশ ও বিএসএফের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এদিকে বিএসএফের উপর হামলার জেরে ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা হয়েছে এই অভিযোগে বাগদা থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এই বিষয়ে বিএসএফ আধিকারিক জানিয়েছেন, জেরায় জানা গিয়েছে, আলমগীর ৬ বছরের বেশি সময় ধরে এই পাচারের সঙ্গে যুক্ত। এর আগে তাকে গ্রেফতার করা যায়নি। এনসিবি কলকাতার হাতে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত