নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ - গত সোমবার পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে সৈন্যদের এক অভিযানে প্রায় ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বিগত কিছুদিন ওই জেলায় জঙ্গিদের গতিবিধির ওপর লক্ষ্য রাখা হচ্ছিল। অবশেষে গত সোমবার পাকিস্তানি সেনারা অভিযান চালিয়ে সেই সন্ত্রাসবাদীদের হত্যা করে। সেই সন্ত্রাসীদের থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গতকাল এক সরকারি বিবৃতিতে এই তথ্যই জানা যায়।
সূত্রের খবর, আফগানিস্তানের সীমান্তবর্তী অশান্ত জেলায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা ভিত্তিক অভিযানের সময় নিরাপত্তা বাহিনী গত সোমবার ১০ জন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। অপারেশন চলাকালীন, সৈন্য ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। যদিও এরফলে পাক সৈনিকের কোনও রকম ক্ষতি হয়নি। নিহত সন্ত্রাসীরা অসংখ্য সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি চাঁদাবাজি ও নিরীহ নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল বলেও জানা গেছে।