নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - আলাদা থাকছেন বহুদিন ধরেই, তবে এবার কি পাকাপাকি ভাবেই বিচ্ছেদের পথে হাঁটছেন আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খান ও অবন্তিকা মালিক। অবন্তিকা মালিকের নতুন ইনস্টা স্টোরি ঘিরে তেমনই জল্পনা দানা বেঁধেছে। গায়ক মাইলি সাইরাসের গানের সঙ্গে নাচের একটি ভিডিও শেয়ার করেছেন।
গায়ক মাইলি সাইরাসের গানের সঙ্গে নাচের একটি ভিডিও শেয়ার করেছেন। ক্লিপে লেখা ছিল ‘ওর জন্য বিবাহবিচ্ছেদই সেরা উপায়’। পরে অবন্তিকা লেখেন, ‘শুধুমাত্র ওর ক্ষেত্রেই যে এটা প্রযোজ্য তা নয়’। অবন্তিকার এই ইনস্টাস্টোরির পরই অনুরাগীদের প্রশ্ন, তাহলে ইমরান খানের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদটা সেরে ফেলছেন তিনি।
এই নিয়েই এক অনুরাগী কমেন্টে লিখেছেন, ‘সারা জীবন তিক্ত হওয়ার চেয়ে আলাদা হয়ে যাওয়া ভাল।’ কারোর মন্তব্য, 'আমি ভেবেছিলাম এক বা দুই বছর আগেই ওদের বিবাহবিচ্ছেদ হয়েছে।' কারোর কথায়, ‘আমার সবসময় মনে হয় সামাজ মাধ্যমেপ্রাক্তন/বিবাহ-বিচ্ছিন্ন/প্রাক্তনদের সম্পর্কে পোস্ট করে বড়ই বিরক্তিকর’।
এদিকে সম্প্রতি ওয়াশিংটনে নতুন আরেক মহিলার সঙ্গে হাত ধরে ঘুরতে দেখা গেছে ইমরান খানকে। সকলেরই প্রশ্ন ইমরানের সেই ছবি দেখার পরই কি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন অবন্তিকা। এদিকে গত জানুয়ারিতে সাহেব সিং লাম্বা নামে এক ব্যক্তির সঙ্গে অবন্তিকারও ডেট করার গুঞ্জন ছড়িয়ে পরে। অবন্তিকা নিজেই ওই ব্যক্তির সঙ্গে সেলফি পোস্ট করেছিলেন। সঙ্গে ছিলেন পরিবারের একাধিক জনের সঙ্গে ছবি। লিখেছিলেন, ‘ডিসেম্বর থেকে জানুয়ারিতে ঝাঁপ! এটা ছিল কিন্তু এখন শেষ... ’। তবে বিষয়টি নিয়ে বিশেষ কিছুই জানা যায়নি। অবন্তিকা-ইমরান কিন্তু এখনও পুরো বিষয়টি নিয়ে চুপ।
প্রসঙ্গত , মাইলি সাইরাসের বিবাহ বিচ্ছেদ হয়েছে ২০২০-তেই। আর তার নতুন গানের অ্যালবাম এন্টলেশ সামার ভ্যাকেশন বিবাহবিচ্ছেদের উপরই আধারিত।মাত্র ১৯ বছর বয়স থেকেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইমরান খান ও অবন্তিকা মালিক। ২০১১ সালে তারা বিয়ে করেন, ২০১৩ সালে কন্যা সন্তানের বাবা-মা হন অবন্তিকা-ইমরান। ২০১৯ সাল থেকেই তাদের বিবাহ-বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল। আলাদা থাকলেও তারা দুজনেই চুপচাপ ছিলেন।
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
সিরিয়ালের ফাঁকে লুকিয়ে আন্দামানে প্রি-হানিমুন , শ্রীমার উপর চটলেন নেটপাড়া
দুই সন্তান আথিয়া আর অহানের কথা ভেবেই নেপানসিয়া রোড ছেড়ে চলে আসি , দাবি সুনীল শেট্টির
আমার সংসদ আমার অহংকার , মোদিকে ট্যুইট করে বার্তা বাদশার
বলিউডে পা রাখতেই টলিউডকে ভুলে গেলেন প্রসেনজিৎ
এইটুকু বলতে পারি, আমার পরের গন্তব্যের নাম নতুন অভিজ্ঞতা , বার্তা সৌমকের
পরকীয়ার বিবাদ ভুলে নতুন করে প্রেমিককে আপন করে নিতে চলেছে ইপ্সিতা মুখার্জি
মাটির তলা থেকে বেরিয়ে আসা জৈন ধর্মের অতি প্রাচীন মূর্তি চুরি করে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে , তীব্র ক্ষোভ প্রকাশ দিগম্বর জৈনের
পরিচালক অসুস্থ , আপাতত বন্ধ ছবির প্রচার কাজ
নিজের টাকা খরচ করে হল ভাড়া করুন , লাল গালিচা বিছিয়ে দিন , লোকজন নিয়ে গিয়ে ফটো তুলুন , এটাই কান উৎসব , বিস্ফোরক মন্তব্য নাওয়াজের
আগামী ৩০ শে মে দুপুর ১২টার মধ্যে পরিচালককে আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ