নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ উঠল রাজারহাটের বিষ্ণুপুরে। রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়িতে পানীয় জলের লাইন বসানোকে কেন্দ্র করে ওই তরুণীকে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
অভিযোগ , গত ১১ ই অক্টোবর রাজারহাটের ছোটচাঁদপুর এলাকার প্রত্যেক বাড়িতেই পানীয় জলের কানেকশন দেওয়া হলেও , নির্যাতিতা তরুণীর বাড়িতে দেওয়া হয়নি। সে এই বিষয়ে পঞ্চায়েতকে জানালে স্থানীয় তৃণমূল সমর্থক বাপি নস্কর এবং তার পরিবার মিলে তরুণীকে হুমকি দেয়।
এরপরেই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মথুর সর্দার ও সভাপতি অভিজিৎ নস্করের কাছে নির্যাতিতা তরুণী অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে , তারা ১৩ ই অক্টোবর একটি আলোচনার মাধ্যমে ঘটনার মীমাংসা করার ডাক দেন। কিন্তু পেশাগত একটি কাজের জন্য তরুণী সময় মত পৌঁছতে পারেন না আলোচনা স্থলে।
তারপর রাত ৯:৩০ টা নাগাদ তিনি অ্যাপ ক্যাবে করে বাড়ি ফেরার সময় তাকে বাইক থেকে নামিয়ে শ্লীলতাহানি করে বাপি নস্কর , তার বাবা এবং সঞ্জয় সর্দায়। নির্যাতিতা তরুণী জানান , এরপর বাপি নস্করের পরিবারের মহিলারা এবং ঝুম্পা সর্দার তাকে বেধড়ক মারধর করতে শুরু করে। তার ফোন ছিনিয়ে নেয়। এমনকি তার সোনার গয়না ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে থাকে তারা।
তারপর পঞ্চায়েত সদস্য মথুর সর্দারকে বিষয়টি জানালেও তারা কোন সহযোগিতা করেননি বলে জানান ওই সঞ্চালক। রাজারহাট থানায় প্রথমে তার ডায়রি নিতে অস্বীকার করলে তিনি ডিউটি অফিসারকে ফোন করে চাপ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করেন। এরপর রেকজোয়ানি হাসপাতালে নির্যাতিতা তরুণীর মেডিকেল টেস্ট হয়। কোর্টে তার গোপন জবানবন্দিও নেওয়া হয়।
কিন্তু এতদিন পেরিয়ে গেলেও এখনও অপরাধীদের গ্রেফতার করেনি রাজারহাট থানার পুলিশ। বারবার অভিযুক্তরা তাকে ফোন করে কেস তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এই কথা পুলিশকে জানালেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। এবার এমনই অভিযোগে সরব হয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন নির্যাতিতা তরুণী।
দেখুন কেন বিখ্যাত আজকের দিনটি
২০১৪ সাল থেকে হাতে খড়ি , আগে কাকুর ডাকনাম হচ্ছে সান্টু , সুজয়কৃষ্ণকে নিয়ে দাবি শুভেন্দুর
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
দু-পক্ষের সওয়াল জবাবের পর জামিনের আর্জি খারিজ করে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি হেফাজতের নির্দেশ আদালতের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
আম্বানি পরিবারের ঘর আলো করে এলো এক কন্যা
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়ার সরকার
গান্ধী পরিবারের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন খলিস্তানিরা
ইতিমধ্যেই অভিযুক্তের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি নির্যাতিতার কাকার
সান ফ্রান্সিসকোয় মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল
ইতিমধ্যেই মূল দফতর থেকে জেলার দফতরগুলিকে ডেটাবেস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বালুরঘাট থানার এসআই সুকুমার রায়
তাদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট