নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - তিনমাস ধরে মেলেনি পানীয় জল। তাই পানীয় জলের দাবিতে রাস্তার উপরে হাঁড়ি কলসি রেখে পথ অবরোধ করলেন গ্ৰামের মহিলারা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মাগুড়িয়া গ্রামে।প্রশাসনকে জলের সমস্যার কথা জানিয়েও কোনো লাভ হয়নি এতদিন। অবশেষে পানীয় জল সরবরাহের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন গ্রামের মহিলারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস ধরে গ্রামের বিভিন্ন পাড়ায় নল বাহিত পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। গ্রীষ্মের শুরুতে গ্রামে জল সংকট আরো তীব্র হয়। অন্যদিকে এই গ্রামেরই বাসিন্দা তথা হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতোকে জানানো সত্ত্বেও পানীয় জলের সংকট মেটানোর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তিনি। তাই বাধ্য হয়ে গ্রামের মহিলারা সকাল আটটা থেকে এই অবরোধ শুরু করেন।
ঘন্টা দুয়েকের এই অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যানবাহন। চরম হয়রানির শিকার হয় মানবাজার পুরুলিয়া রাজ্য সড়কের উপর দিয়ে যাতায়াত কারি পথযাত্রী এবং বাসযাত্রীরা। সৃষ্টি হয় যানজটের। পরে হুড়া থানার পুলিশের আশ্বাসে অবরোধ না উঠলে, ঘটনাস্থলে পৌঁছান হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো। তিনি পানীয় জল সরবরাহের ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামের মহিলারা।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দা জানিয়েছেন,'প্রায় তিন মাস ধরে আমরা পানীয় জলের সমস্যায় ভুগছি। প্রশাসনকে জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। যতক্ষণ না আমাদের পানীয় জলের সমস্যা মিটবে ততক্ষণ পর্যন্ত আমরা এই পথ অবরোধ তুলবো না। আমাদের আশেপাশের এলাকাগুলো পানীয় জল পাচ্ছে অথচ আমরা পাচ্ছি না'।
সিওএর অন্যতম সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায়
ভাইচুংয়ের কথাতেই সায় দিলেন মেহতাব হোসেন
গবাদি পশুর খাদ্য খরচ সহ আনুষাঙ্গিক খরচের পরিমান বাড়ায় এই মূল্যবৃদ্ধি
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য