নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পানীয় জলের তীব্র সঙ্কটে ভুগছিলেন আমডাঙার এক গ্রামের বাসিন্দারা। আর এই জল সমস্যার সমাধানের জন্য আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্পের কল বসানোর সিদ্ধান্ত হয়। তবে আর্সেনিকমুক্ত কল বসাতে বাঁধা দেয় তৃণমূল নেতা বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের।
সূত্রের খবর , আমডাঙার রামপুরে গ্রামবাসীদের অনুমতিতে একটি আর্সেনিকমুক্ত পানীয় জলের কল বসানোর সিদ্ধান্ত নেন গ্রাম পঞ্চায়েত থেকে। ছয় লক্ষ টাকা ব্যয় করে কল বসানোও হয়েছিল। তবে এর পরে তৃণমূল নেতা নরুল হক বাঁধা দেয় কল বসাতে। তার দাবি অন্য কোথাও কল বসানোর কল বসানোর সাজেশন হলেও, জোর করে তার বাড়ির সামনে কল বসানো হচ্ছে। তিনি বলেন কল বসানোর ফলে তার বাড়ির সামনে যাতায়াতের সমস্যা হচ্ছে। এমনকি কেউ যাতে সেই জল খেতে না পারে তাই জন্য কলের মুখ বন্ধ করে রেখেছেন। গ্রামবাসীদের অভিযোগ, তিনি ইচ্ছা করে কল বন্ধ করে রেখেছেন।
তৃণমূল নেতা নরুল হক বলেছেন,"যেখানে কলটি করা হচ্ছে সেইটা হচ্ছে আমাদের বাড়ির গেটে ঢোকার মুখে। আমাদেরকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। গাড়ি বের করা ঢোকানো সবতেই অসুবিধা হচ্ছে। আমরা শুধু বলেছি ওই জায়গা থেকে সরিয়ে অন্য ফাঁকা জায়গায় বসাতে"।
আমডাঙার এক বাসিন্দা জানিয়েছেন, "আমাদের পানীয় জল বন্ধ করে দিচ্ছেন তিনি। বসে যাবার পরও সেই কল থেকে জল নিতে পারছিনা। আমরা গরীব মানুষ জল কিনে খেতে পারবনা। বলছে গাড়ি যাতায়াতের পথে কল করার জন্য কল বন্ধ করে দিয়েছেন"।
২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ২৬ বার ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই ,সিঙ্গাপুর সহ বিদেশের একাধিক জায়গায় গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ , দাবি শুভেন্দুর
চীনের অনুমতি না পাওয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি অরুণাচলের তিন উসু প্লেয়ার
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
এরপর কোন দালালকে দেখা গেলে শুধু পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমাদের হাতে দেবেন , রোগীদের কাছে বার্তা মদনের
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ
আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডায় বসবাসকারী খালিস্তানি সমর্থকদের ওসিআই কার্ড বা বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের
পুলিশের থেকে কোনো সাহায্য না পেয়ে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা এলাকাবাসীর
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে উনি , কিন্তু রাজ্যের বেহাল দশা নিয়ে তার কোনো হুঁশ নেই , তোপ নওশাদের
এর জেরে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক
একাধিক যাত্রীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান জল , নাজেহাল জেলাবাসী
বৈঠকে বাধ্যতামূলক ভাবে সকল উপাচার্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ
বিদেশ সফরের অভিজ্ঞতা জানতে ছেড়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ