ভোটের ঢাকে কাঠি , পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা কমিশনের

অক্টোবর ০৯, ২০২৩ দুপুর ০১:৩৫ IST
6523b231efea4_1696835672_lead

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বছর শেষ হলেই লোকসভা নির্বাচন। আর তার আগে সোমবারই ঘোষণা হবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। জানা গেছে ২০২৩ অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশ, রাজস্থান , তেলঙ্গানা , ছত্তিশগড় এবং মিজোরামের মত পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। সাংবাদিক বৈঠক করে এদিন এমনটাই জানালেন নির্বাচন কমিশন।

ছত্তিশগড় - এদিন নির্বাচন কমিশন জানিয়েছেন, যে ৫ রাজ্যে ভোট, তার মধ্যে ছত্তিশগড়ে নির্বাচন ৭ এবং ১৭ নভেম্বর। অর্থাৎ দু'দফায় ভোট হবে ছত্তিশগড়ে। প্রথম দফায় ভোট হবে আগামী ৭ নভেম্বর। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ৩ ডিসেম্বর। এই রাজ্যের বিধানসভার মত আসনের সংখ্যা ৯০। বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩ জানুয়ারি। এখানে মোট ভোটার সংখ্যা ২.০৩ কোটি। তার মধ্যে তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১০। তফসিলি জনজাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ২৯।

মধ্যপ্রদেশ - এই রাজ্যে একদফায় ভোট হবে। আগামী ১৭ নভেম্বর ভোটগ্রহণ হতে চলেছে। ভোটের গণনা ৩ ডিসেম্বর। জানা গেছে এই রাজ্যের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৩০। আর ২০২৪ সালের ৮ জানুয়ারি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। মোট ভোটার সংখ্যা ৫.৬ কোটি। তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৩৫। আর ৪৭টি আসন তফসিলি জনজাতিদের জন্য সংরক্ষিত।

রাজস্থান - রাজস্থানে ২৩ নভেম্বর একটি দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফলাফল ৩ ডিসেম্বর। আর এই রাজ্যে বিধানসভা আসনের সংখ্যা ২০০। বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ জানুয়ারি। মোট ভোটারের সংখ্যা ৫.২৫।  তার মধ্যে তফসিলি জাতির আসনের সংখ্যা যথাক্রমে ২৫। এছাড়াও তফসিলি জনজাতিদের সংরক্ষিত আসনের সংখ্যা ৩৪।

মিজোরাম - এখানেও একদফা ভোট হবে। আর সেই ভোট আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর ভোটের ফলাফল জানানো হবে আগামী ৩ ডিসেম্বর।এই রাজ্যের বিধানসভার বিধানসভা আসনের সংখ্যা ৪০। আর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর। মোট ভোটার সংখ্যা ৮.৫২ লাখ। একটি জেনারেল আসন। এছাড়া ৩৯টি আসন তফসিলি উপজাতিদের সংরক্ষিত।

তেলাঙ্গানা - এই রাজ্যেও একটি দফায় ভোটগ্রহণ হবে। আগামী ৩০ নভেম্বর ভোটগ্রহণ। ভোটগণনা ৩০ নভেম্বর। মোট বিধানসভা আসনের সংখ্যা ১১৯।আর বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ১৬ জানুয়ারি। ভোটারের সংখ্যা ৩.১৭ কোটি। তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিদের সংরক্ষিত আসনের সংখ্যা যথাক্রমে ১৯ এবং ১২।

প্রসঙ্গত , তেলাঙ্গানায় বর্তমানে ক্ষমতায় রয়েছে বিআরএস। ছত্তিশগড় এবং রাজস্থানের ক্ষমতা রয়েছে কংগ্রেসের হাতে। মধ্যপ্রদেশে বিজেপি সরকার এবং মিজোরামে ক্ষমতা বর্তমানে রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্টের হাতে। এই রাজ্যে মিজো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে কংগ্রেসের টক্কর কতটা হয়, সেদিকে তাকিয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলি।

ভিডিয়ো

Kitchen accessories online