নিজস্ব প্রতিনিধি , মুম্বই - খুশির খবর । তারকা জুটি অপূর্ব-শিল্পার ঘর আলো করে এলো ফুটফুটে এক কন্যা সন্তান । বিয়ের আঠারো বছর পর সন্তান প্রাপ্তির আনন্দে ডোগোমগো এই খ্যাতনামা পাওয়ার কাপল । জনপ্রিয় অভিনেতা অপূর্ব তাদের এই খুশির খবরটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পাশাপাশি তাদের নবজাতকের উদ্দেশ্যে একটি হৃদয়গ্রাহী নোট লিখে কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন । এই তারকা দম্পতির বিশেষ দিনে তাদের সকল ভক্তেরা শুভেচ্ছা জানাচ্ছেন ।
হিন্দী টেলিভিশন জগতের সর্বোচ্চ চর্চিত তারকা জুটিদের মধ্যে অভিনেতা অপূর্ব অগ্নিহোত্রী এবং শিল্পা সাকলানিকের জুটি অন্যতম ।
একইসঙ্গে একটি প্রজেক্টে অভিনয় করার সুবাদে তারা ভালো বন্ধু থেকে পরবর্তীতে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন।
তার কিছুদিনের মধ্যেই ২০০৪ সালে জনপ্রিয় এই তারকা জুটি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন।
তার পর বহু বছর কেটে গেছে । বিয়ের পর প্রায় আঠারো বছর পর খ্যাতনামা পাওয়ার কাপলের জীবনে এক সদ্যজাতর আগমনে উচ্ছ্বসিত এই তারকা দম্পতি ।
"জার্সি যায়সা কোয়ি নেহি" খ্যাত অভিনেতা অপূর্ব সম্প্রতি তার গণমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তাদের এই খুশির খবরটি সকলকে জানান দিয়েছেন । তিনি তার ইনস্টাগ্রামে তাদের কন্যা সন্তানের সঙ্গে কিছু ছবি কোলাজ করে একটি ভিডিও বানিয়ে সকলকে তাদের এই নবজাতকের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালেন ।
অপূর্ব তার পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন , ঠিক তেমনই, এই জন্মদিনটি আমার জীবনের সবচেয়ে বিশেষ জন্মদিন হয়ে উঠেছে । কারণ ঈশ্বর আমাদেরকে সর্বকালের সবচেয়ে বিশেষ, অবিশ্বাস্য, আশ্চর্যজনক, অলৌকিক উপহার দিয়ে আশীর্বাদ করেছেন । পরম কৃতজ্ঞতা এবং অপরিসীম আনন্দের সঙ্গে শিল্পা এবং আমি আমাদের প্রিয় কন্যা ঈশানি কানু অগ্নিহোত্রীর সহিত সকলকে পরিচয় করিয়ে দিতে চাই । সবাই দয়া করে তাকে আপনাদের সমস্ত ভালবাসা ও আশীর্বাদ বর্ষণ করুন । ওম নমহা শিবায়।"
জনপ্রিয় এই অভিনেতার পোস্টটিতে বহু বিশিষ্ট তারকাদের থেকে শুরু করে তার বহু অনুরাগীরা শুভেচ্ছাবার্তা প্রেরণ করেছেন ।
অপূর্ব অগ্নিহোত্রী এবং শিল্পা সাকলানির নতুন শুরুতে সমগ্র টেলি টাউন খুশিতে মেতে উঠেছে । টেলি তারকা কিশ্বর মার্চেন্ট, করণভীর বোহরা, কুশল ট্যান্ডন, অভিনব শুক্লা, নেহা স্বামী, জাসভির কৌর, বাহবিজ দোরাবজি সহ অগণিত কলাকুশলীরা এই তারকা দম্পতিকে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ।