নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - বিজেপিকে তীব্র কটাক্ষ করার পর একসময়ের বামেদের বদ্ধ ঘাঁটি শালবনিতেও বামেদের তুলধোনা করলেন মমতা। একদিকে যেমন বামেদের একহাত নিলেন , অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকারকেও সময় বেঁধে দিলেন তিনি। ৬ মাস অপেক্ষা করুন , দিল্লি বদলাবে। ঠিক এই ভাষাতেই বিজেপিকে সময় বেঁধে দিলেন মমতা।
এদিন শালবনির সভায় সিপিএমকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা গুজরাতের ভাজপা সরকার নই, আমরা উত্তর প্রদেশের বিজেপি সরকার নই, আমরা কেরলের সিপিএম সরকার নই। আমরা তৃণমূল সরকার। আমরা মানুষের উপর বদলা নিই না। একটাই কথা বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই এত অত্যাচারের পরও আমাদের কর্মীদের রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি গাইতে বলেছিলাম। বদলা না নেওয়া কি আমার অপরাধ ছিল বন্ধু? তবে এ কথা বললেই, অনেক সময়ে সিপিএম বলে, তাহলে আমাদের গ্রেফতার করলেন না কেন? আরে গ্রেফতার করলে তো তোদের সবাইকেই করতে হত।’
সেই সঙ্গে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের কথা তুলে তিনি বলেন, ‘সুব্রতদা আজকে বেঁচে নেই। উনি মাঝেমাঝে আমাকে বলতেন মমতা তোর বড় দোষ! তুই এই সিপিএমটাকে ক্ষমা করে দিলি কেন? আমি বলতাম কেন সুব্রতদা? তখন উনি বলতেন জানিস রেশন যেমন সপ্তাহে একদিন করে দেয়, তেমনই এরা যা অন্যায় করেছে তাতে ওদের সপ্তাহে একদিন করে পেটানো উচিত। আজ উনি বেঁচে নেই। কিন্তু ওনার কথাটা আমার মাঝেমাঝেই মনে পরে। তবে মারব না আমরা কাউকে। পাপের মার বিচুটি পাতা দিয়ে ঘষলেই চলে যাবে।’
একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন ,'এই কাজ না করলে এটা দেব না, একশো দিনের কাজ না করলে মজুরি দেব না, ইত্যাদি একাধিক অজুহাত দেখায় বিজেপি। তাই বলছি শুধু ছয় মাস অপেক্ষা করুন। এরপরই বদলাবে দিল্লি। সাধারণ মানুষের অধিকার দিল্লি যেভাবে কেড়ে নিয়েছে , এরপর আমরাই সাধারণ মানুষের হাতে তা তুলে দেব। আমরা জাতি দাঙ্গা করতে দেব না'।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের