নিজস্ব প্রতিনিধি, হাওড়া - ফের স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের। অতিরিক্ত ফি ধার্য করার প্রতিবাদে, প্রায় তিন ঘন্টা স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্কুলপড়ুয়াদের অভিভাবকরা।
বাড়ি থেকে অনলাইনে ক্লাস করা সত্বেও স্কুলে তরফে কম্পিউটার এবং জেনারেটর ফি চাপানোর প্রেক্ষিতে, হাওড়ার আলমপুরে গুরু নানক পাবলিক স্কুলে, অভিবাবকরা প্রতিবাদ করেন। স্কুল কর্তৃপক্ষের কাছে ফি খারিজ করার দাবি জানিয়ে ২ এপ্রিল চিঠি লিখলেও, স্কুলের পক্ষ থেকে কোনরকম জবাব দেওয়া হয়নি চিঠির, ফলে তারা অবস্থান-বিক্ষোভ শুরু করেন।
চিঠির মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করা হয়, লকডাউন থাকার ফলে বাড়ি থেকে অনলাইনে ক্লাস করা সত্ত্বেও কম্পিউটার ও জেনারেটর ফি চাওয়ার কারণ কি? চিঠির কোনো জবাব দেওয়া হয়নি পাশাপাশি কোনো পদক্ষেপও গ্রহণ করা হয়নি ফি খারিজ করার।
অতিরিক্ত ফি-এর প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভের ফলে রাজ্য সড়কের ওপর যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে, স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলেন। স্কুলপড়ুয়াদের অভিভাবকদের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার পর তুলে নেয় অবরোধ। ধীরে ধীরে স্বাভাবিক হয় যানজট।