নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পারিবারিক অশান্তির জেরে ছেলেকে কুপিয়ে খুন বাবার। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটের বেগোপাড়া এলাকায়। স্ত্রী ও শাশুড়িকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর , গত কয়েক মাস ধরে স্বামীর সঙ্গে সাংসারিক অশান্তি চলছিল মিতালি মন্ডলের। এরপরই দেড় মাস আগে মিতালি মন্ডল তার ১৩ বছরের পুত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। আর অভিযুক্ত ভিন দেশে কর্মরত ছিল। কিছুদিন আগে বাড়ি ফেরেন তিনি। তারপরই গতকাল রাতে শশুরবাড়ি গিয়ে নিজের ১৩ বছরের পুত্র সন্তান এবং নিজের স্ত্রী ও শাশুড়িকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় তিনজনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই ১৩ বছরের নাবালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় অভিযুক্তর স্ত্রী মিতালি মন্ডল এবং শাশুড়ি মেনকা মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অভিযুক্ত ব্যক্তির নাম অভিজিৎ মণ্ডল। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।