নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - পারিবারিক অশান্তি আর তার জেরেই গৃহবধূকে খুন। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের অন্ডালের ছোড়া এলাকায়। দীর্ঘদিন বাড়ির পাঁচিল তোলা নিয়ে ভাসুর স্বাধীন বাউরি এবং ভাই যুদ্ধপতি বাউরির স্ত্রী ঝুমা বাউরির মধ্যে চলছিল বিবাদ। সেই বিবাদকে কেন্দ্র করেই গত শুক্রবার ভোজালি দিয়ে ঝুমা বাউরিকে কুপিয়ে খুন করেন ভাসুর স্বাধীন বাউরি। এরপরই ক্ষীপ্ত হয়ে ওঠে এলাকাবাসী সহ ঝুমা বাউরির বাপের বাড়ির লোকজন।
এই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ঝুমা বাউরিকে। শনিবার দুপুরে মৃত্যু হয় বছর আটত্রিশের ঝুমাদেবীর। এরপরই ঝুমা বাউরির বাপের বাড়ির লোকজন ভাসুর স্বাধীন বাউরি এবং শ্বশুরবাড়ির লোকেদের নামে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করেন পুলিশ।
এপ্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান , শুক্রবার পাঁচিল তোলা নিয়ে বিবাদের জেরে ভাসুর বৌমাকে ভোজালি দিয়ে মর্মান্তিকভাবে কুপিয়ে খুন করে। পরিবারে বিবাদ সবার মধ্যে হয়ে থাকে তা বলে খুন করবে। আমরা খুনির শাস্তি চাই।
এদিকে ঝুমা দেবীর বাবা মানিক বাউরির অভিযোগ , ভাসুর স্বাধীন বাউরি চাইছিলেন না তার ভাই এবং ভাইয়ের বউ একইসঙ্গে থাকুক। সব জায়গা দখল করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভাইয়ের বউ ঝুমা বাউরি তেমনটা করতে না দেওয়ায় পাঁচিল তোলার জন্য মিস্ত্রি ডাকেন। মিস্ত্রি ডাকাতে রেগে গিয়ে স্বাধীন বাউরি কুপিয়ে খুন করেন ঝুমা বাউরিকে। আমরা অভিযুক্তের কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই।
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে