নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দলের জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ। জেলা সভাপতি পার্থ প্রতিম রায় স্বৈরাচারী মনোভাব নিয়ে দল চালাচ্ছেন। তিনি যোগ্য সম্মান না পেলে তাঁর কোন প্রোগ্রামে যাবেন না বলে কার্যত সভা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন খোদ দলের জেলা কমিটির চেয়ারম্যান। তার এমন বক্তব্যে তৃণমূলের অন্দরে ব্যাপক শোরগোল পরে গিয়েছে।
সম্প্রতি রাজ্য সভাপতি সুব্রত বক্সি স্বাক্ষরিত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পর পর দুটি কোর কমিটির তালিকা প্রকাশ হয় সামাজিক মাধ্যমে। প্রথম তালিকা ফেব্রুয়ারি মাসে স্বাক্ষরিত। ওই সময় দলের জেলা সভাপতির দায়িত্বে ছিলেন গিরীন্দ্রনাথ বর্মণ। কিন্তু তাঁকে বাদ দিয়েই প্রথম কোর কমিটির কনভেনার করা হয় পার্থ প্রতিম রায়কে। ওই কোর কমিটির তালিকা নিয়ে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে ব্যাপক সমালোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে তৃণমূল সাধারণ কর্মী সমর্থকদের একটা বড় অংশ প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করেন।
পরবর্তীতে তড়িঘড়ি আরও একটি কোর কমিটির তালিকা প্রকাশ করা হয়। তালিকায় কোন নামের পরিবর্তন না হলেও তারিখের জায়গায় ২৮শে মার্চ লিখে সংশোধন করা হয়। কিন্তু তারপরেও তৃণমূলের অন্দরের কোন্দল প্রকাশ্যেই অব্যাহত রয়েছে। ওই তারিখের আগেই জেলা সভাপতি বদল করে পার্থ প্রতিম রায়কে করা হয়েছিল। তাই এই সংশোধনে বিতর্ক নিয়ন্ত্রণে আসবে বলে দলীয় নেতৃত্ব মনে করেছিলেন।
তবে বিতর্ক নিয়ন্ত্রণে আসা তো দুরের কথা উল্টে কোচবিহারে তৃণমূল কার্যত আড়াআড়ি ভাবে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। প্রথমত গিরীন বাবুর মত বিশিষ্ট একজন শিক্ষাবিদ, পঞ্চানন গবেষক, তাঁকে চক্রান্ত করে দলের জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে বলে তৃণমূলের একাংশ মনে করছেন। শুধু তাই নয়, জেলা কমিটির চেয়ারম্যান থাকার পরেও তাঁকে কোন রকম গুরুত্ব না দিয়েই দল পরিচালনা করা হচ্ছে বলেও গিরীন বাবু নিজেই অভিযোগ তুলেছেন। পাশাপাশি কোচবিহারে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষকে এবার দলের জেলা কোর কমিটির ১১ জন সদস্যের মধ্যে রাখা হয়নি। এই নিয়েও জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা বড় অংশ রীতিমত ক্ষুব্ধ। ইতিমধ্যেই রবীন্দ্রনাথ ঘোষ এবং গিরীন বাবুর মধ্যে একটি বৈঠকও হয়। ওই বৈঠকে রবি অনুগামী হিসেবে পরিচিত আইএনটিটিইউসির জেলা সভাপতি পরিমল বর্মণ, জেলা কিষান ক্ষেত মজুর সংগঠনের সভাপতি খোকন মিয়াঁ সহ বেশ কয়েকজন নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেদিনও বৈঠক শেষে কোর কমিটি নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় গিরিন বাবুকে।
এবার তিনি সরাসরি দলের জেলা সভাপতির বিরুদ্ধে স্বৈরাচারী মনোভাব নিয়ে দল পরিচালনা করার অভিযোগ তুলে বলেছেন,'দলের সর্বচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আমাকে চেয়ারম্যান এবং পার্থ প্রতিম রায়কে জেলা সভাপতি ঘোষণা করেছিলেন, সেদিন সকলকে নিয়ে দল পরিচালনা করার কথা নেত্রী বলে দিয়েছিলেন। কিন্তু পার্থ সেটা করছেন না। জেলায় একাই প্রোগাম করে বেড়াচ্ছেন। কিংবা প্রোগ্রাম ঠিক করার পর কাউকে না কাউকে দিয়ে খবর পাঠাচ্ছেন। কোন প্রোগ্রাম ঠিক করার আগে আলোচনা পর্যন্ত করছেন না। এই স্বৈরাচারী মনোভাবের জন্য আমি মর্মাহত, তাই আমি মনে করছি যদি জেলা সভাপতি পার্থ প্রতিম রায় আমাকে যোগ্য সম্মান না দেন, তাহলে আর তাঁর কোন প্রোগ্রামে যাবো না'।
দলের চেয়ারম্যান এমন বক্তব্য নিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায়ের এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে এই বক্তব্যের জের যে আরও বেশ কিছুটা দূর এগোবে, তা বলাই বাহুল্য।
মোদির মতো পাবলিসিটি স্ট্যান্ড , আহত পথচারীকে সাহায্য করে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখোমুখি রাহুল গান্ধী
ক্রিজে আছেন জনি বেয়ারস্টো ও স্যাম বিলিংস
মোদি-শাহকে ধন্যবাদ জানিয়েছেন শিন্ডে
হোটেল থেকে গ্রেফতার ২ অভিযুক্ত
গ্রামবাসীদের সাহসিকতার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ
তনুজা চক্রবর্তীকে পদ থেকে না সরালে আইনি পদক্ষেপ , হুঁশিয়ারি অদিতির
‘ভবিষ্যতে যে সরকারকেই আসবে এই বোঝা বয়ে বেড়াতে হবে অনির্দিষ্টকালের জন্য’ - শুভেন্দু
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
নিজের ঘরেই রহস্য মৃত্যু যুবকের , খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ